কলকাতা 

ছেলেকে প্রতিষ্ঠিত করতে দশ লাখ টাকার গয়না চুরি করলেন পরিচারিকা তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : একমাত্র ছেলেকে প্রতিষ্ঠিত করতে এক মা  চুরি করেছেন। তার এই  বক্তব্য শুনে বিস্মিত পুলিশ আধিকারিকরা। জানা গেছে,এক মহিলা চিকিৎসকের বৃদ্ধ বাবাকে ৬ বছর ধরে দেখাশোনা করতেন। এই রকম একজন বিশ্বাসী পরিচারিকার বিরুদ্ধে ওই বাড়ি থেকে দশ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ উঠেছিল । সে অভিযোগের তদন্ত করতে নামে পুলিশ তারপর গ্রেপ্তারও করা হয় ওই পরিচারিকাকে । পুলিশি জেরায় উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি ধৃত মহিলা জানিয়েছেন, স্বামী নেই। একমাত্র ছেলেকে প্রতিষ্ঠা করতে ই  চুরি করেছেন তিনি। পুলিশি জেরায় স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, ওই মহিলা চিকিৎসক কড়েয়া থানা (Karaya Police Station) এলাকার দিলখুশা স্ট্রিটের বাসিন্দা। তিনি ও তাঁর বৃদ্ধ বাবা বাড়িতে থাকেন। বাবাকে দেখাশোনা করতেন পরিচারিকা জয়ন্তী মাইতি। ওই মহিলার উপরই বৃদ্ধ বাবা ও বাড়ি ছেড়ে দিয়ে কয়েক মাস আগে আমেরিকায় বোনের কাছে যান ওই মহিলা চিকিৎসক। কিছুদিন আগে কলকাতায় বাড়িতে ফেরেন তিনি। একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য আলমারির লকার খুলে গয়না বের করতে গিয়ে হতবাক চিকিৎসক। বাড়ি থেকে উধাও দশ লক্ষ টাকার গয়না।

Advertisement

চিকিৎসক পরিচারিকা জয়ন্তীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে তার বক্তব্যেও মেলে অসঙ্গতি। মহিলা চিকিৎসক কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে বুঝতে পারে যে, বাইরে থেকে লক ভেঙে বা কোনওভাবে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করেনি। তাই তাঁরা টানা জেরা করেন জয়ন্তীকে। শেষ পর্যন্ত জেরার মুখে জয়ন্তী স্বীকার করে যে, সে লকার থেকে চুরি করেছে গয়না। মেদিনীপুরের মোহনপুর থানা এলাকার আরুন্য গ্রামে হানা দেন কড়েয়া থানার আধিকারিকরা। তাঁরা ঘরের একটি গোপন জায়গা থেকে সোনার বালা, নেকলেস, আংটি, দুল-সহ গয়না ভরতি ব্যাগ পুলিশ উদ্ধার করে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ