কলকাতা 

School Reopening: স্কুলছুট রুখতে অবিলম্বে স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা দায়ের করলেন এক শিক্ষক, এই দাবীতে চারটি আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে, আগামীকাল শুক্রবার একসঙ্গে শুনানি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা আবহে রাজ্যের স্কুল কলেজ  প্রায় দু’বছর ধরে বন্ধ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সব কিছু খোলা থাকলেও কেন শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য রাজ্য সরকার পাড়ায় শিক্ষালয় নামে একটি প্রকল্প চালু করেছে। কিন্তু তারপরেও ক্ষোভ কমছে না।

আজ বৃহস্পতিবার স্কুলছুট রক্ষার জন্য অবিলম্বে স্কুল খোলার দাবিতে জনস্বার্থে ফের মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের করেছেন ইছাপুর হাই স্কুলের শিক্ষক প্রিয়ঙ্কর ভট্টাচার্য। আদালতে তাঁর আবেদন, দীর্ঘ দিন স্কুল বন্ধের কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। স্কুল খুলে তাঁদের ফের স্কুলে ফেরানোর ব্যবস্থা করুক সরকার। স্কুল খোলার দাবিতে এ নিয়ে চারটি মামলা দায়ের হল হাই কোর্টে। মামলাকারীদের মধ্যে রয়েছে সিপিআই-এর ছাত্র সংগঠন এআইএসএফ।

Advertisement

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সব মামলাগুলি একত্রিত করে শুক্রবার সকালে শুনানি শুরু হবে। প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘‘আমরা স্কুল খুলতেই চাই। রাজ্যের কোভিড পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং তাঁর নির্দেশ অনুযায়ী উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ