বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রয়াত নারায়ণ দেবনাথ এর প্রতি শ্রদ্ধাঞ্জলি : শিশুদের মতো উচ্ছ্বসিত হতে দেখেছিলাম তাঁকে /নাফিসা ইসমাত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নাফিসা ইসমাত : বাংলা সাহিত্যের সাথে যেখান থেকে সবার পরিচয় শুরু তার মধ্যে অন্যতম বাঁটুল দি গ্রেট, হাঁদা-ভোঁদা, নন্টে ফন্টে । বড় হয়ে গল্পের বই কেউ পড়ুক বা নাই পড়ুক কমলা সাদায় আঁকা কমিকসগুলোর সাথে পরিচিত আমরা সবাই। কয়েক প্রজন্মের মানুষের ছোটবেলার সঙ্গী সেই চরিত্রগুলোর স্রষ্টা নারায়ন দেবনাথ আজ চলে গেলেন। বয়স হয়েছিল ৯৭ বছর।‌ বয়সজনিত সমস্যার কারণে অনেকবার ভর্তি হতে হয়েছিল হাসপাতালে।

তাঁর সৃষ্টি ছবিতে গল্পগুলো প্রথমে ধারাবাহিক ভাবে সাদা কলোয়, পরে রঙিন তারপর সমগ্র হিসেবে প্রকাশিত হয়। ২০১২ সালে বাঁটুল প্রথমবার ইংরেজিতে অনুবাদ করা হয় । আবার পরবর্তীতে এই সব কমিকস থেকে তৈরি করা হয় ছোটদের জন্য অ্যানিমেটেড শো । শুধু ছোটদেরও বা বলি কীভাবে, মাসিক শুকতারা কিংবা পূজাবার্ষিকী অথবা বইমেলার দেব সাহিত্য কুটিরে থাকা সেই কমিক্স বই গুলো- হাঁদা-ভোঁদা, নন্টে ফন্টেরা মন কেড়ে নেয় এখনও।

Advertisement

একটি অনুষ্ঠান ও কয়েকটি লেখার দৌলতে তাঁর সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার। ওনার তখন ৯০ বছর বয়স। ঐ বয়সের মানুষের মধ্যে যে এক শিশুমনের বাস- ওনাকে দেখে তা বুঝেছিলাম। বাংলা সাহিত্য নিয়ে কথা বলার মাঝেই এঁকে দিলেন বাটুলের একটি ছবি। আজ তাঁর চলে যাওয়ায় মনে পড়ে যাচ্ছে সেই কথাগুলোই।

ছেড়ে চলে গেলেন আমাদের, রয়ে গেল তাঁর সৃষ্টি বাঁটুল, বাহাদুর বেড়াল, কেল্টুদারা। আর সাথে তাঁর আশীর্বাদ ও শুভেচ্ছা..


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ