কলকাতা 

Weather Update : পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত কার্যত বাংলা থেকে উধাও,মঙ্গলবার থেকে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্য থেকে শীত বিদায় নিতে চলেছে ? আগামীকাল মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার ছেড়ে হঠাৎ করতেই পারদ বাড়তে শুরু করেছে যার ফলে কলকাতা সংলগ্ন এলাকায় শীত উধাও হয়ে গেছে।

দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে আলিপুর হাওয়া অফিসের পুর্বাভাসে জানান হয়েছে। মঙ্গলবার থেকে কলকাতা-সহ রাজ্যর বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি।

Advertisement

পশ্চিমী ঝঞ্ঝার জেরেই রাজ্য এই হাওয়া বদল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। শিলাবৃষ্টিও হতে পারে হতে পারে বলে জানিয়েছে আলিপুর। এই বৃষ্টির ফলে রাতে তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৬ জানুয়ারি থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।

এমনিতেই ১৫ জানুয়ারির পর থেকে রাজ্যের শীত অনেকটাই কমে যায়। আর সরস্বতী পুজোর পর শীত থাকে না বললেই চলে। এই প্রেক্ষাপটে মনে করা হচ্ছে এবারেও বাংলায় শীত তেমনভাবে আঁচড় কাটতে পারলো না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ