আন্তর্জাতিক 

Omicron : “গোষ্ঠী সংক্রমণ ঘটলে ডেল্টাকে টেক্কা দিয়ে ওমিক্রনই প্রধান সংক্রামক স্ট্রেন হয়ে উঠতে পারে’’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা ভাইরাসের সবচেয়ে বেশি সংক্রামক বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) দাবি করেছে। এই সংস্থার মতে ওমিক্রন স্ট্রেন টিকার কার্যকারিতা কমিয়ে দেয়। ডেল্টা স্ট্রেনের থেকে তা বেশি সংক্রামক। তবে তার উপসর্গের তীব্রতা অনেক কম। এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আজ এই কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

হু এক বিবৃতিতে এ দিন বলেছে, ‘‘প্রাথমিক তথ্যপ্রমাণে মনে হচ্ছে, সংক্রমণ এবং তা ছড়িয়ে পড়া রোখার ক্ষেত্রে প্রতিষেধকের যে কার্যকারিতা, তাকেই কমিয়ে দিচ্ছে ওমিক্রন। গোষ্ঠী সংক্রমণ ঘটলে ডেল্টাকে টেক্কা দিয়ে ওমিক্রনই প্রধান সংক্রামক স্ট্রেন হয়ে উঠতে পারে।’’

Advertisement

এখনও পর্যন্ত দেখা গিয়েছে, ওমিক্রন-আক্রান্তেরা হয় উপসর্গহীন, অথবা তাঁদের মৃদু উপসর্গ রয়েছে। এই স্ট্রেনের সংক্রমণের ক্ষমতা কতটা তীব্র, তা বলার মতো যথেষ্ট তথ্য এখনও হাতে নেই বলে জানিয়েছে হু।

ভারতে ওমিক্রন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা এক লাফে ৩৩ থেকে বেড়ে হয়েছে ৩৮ হয়েছে। চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ এবং কেরলে এই প্রথম ঢুকে পড়েছে ওমিক্রন। কেন্দ্রশাসিত চণ্ডীগড় এবং ওই দুই রাজ্যে আজ এক জন করে ওমিক্রন-আক্রান্তের সন্ধান মিলেছে। এ ছাড়া কর্নাটক ও মহারাষ্ট্রে ওমিক্রন-আক্রান্তের সংখ্যা এক জন করে বেড়েছে। নতুন এই পাঁচ জন রোগীর মধ্যে রয়েছেন এক বিদেশি নাগরিক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ