কলকাতা 

সিবিআই ও ইডিকে বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটি ফের আগামী সপ্তাহে তলব করতে পারে!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিবিআই ও ইডিকে বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটি ফের তলব করতে পারে। বৃহস্পতিবার এই বিষয়ে পদক্ষেপ করতে শুরু করেছে এই কমিটি। স্পিকারকে অসম্মান করার জন্য দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইয়ের দুই আধিকারিকের বিরুদ্ধে গৃহীত স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বুধবার কমিটির কাছে বিবেচনার জন্য আসে।

আগামী বৈঠকে ওই দুই সংস্থাকে নোটিস দেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। গত অক্টোবর মাসে কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি-র আধিকারিকদের বেশ কয়েক বার ডেকে পাঠিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্পিকারের ডাকে সে ভাবে সাড়া দেননি আধিকারিকেরা। সম্প্রতি বিধানসভার অধিবেশন এই বিষয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন স্পিকার। কেন্দ্রীয় দুই সংস্থা যে বিধানসভা ও স্পিকার পদের অবমাননা করেছেন, তাও ক্ষোভের সুরে বলেছিলেন তিনি।

Advertisement

ফলস্বরূপ বিধানসভার অধিবেশনের শেষ দিন বরাহনগরের বিধায়ক তথা বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায় এই প্রসঙ্গে একটি প্রস্তাব আনেন। সিবিআই ও ইডি পশ্চিমবঙ্গ বিধানসভা এবং স্পিকার পদের অমর্যাদা করেছে বলে উল্লেখ করেছিলেন তিনি। সেই প্রস্তাবে সায় দিয়ে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাবটিকে স্বাধিকার রক্ষা কমিটির কাছে পাঠানোর কথা বললে, তা স্বাধিকার রক্ষা কমিটির অধীনে চলে যায়। বুধবার সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ছিল। আলোচনাপর্ব শেষে জানা গিয়েছে, আগামী সপ্তাহে ওই দুই কেন্দ্রীয় সংস্থাকে বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটির কাছে হাজিরা দেওয়ার কথা বলা হতে পারে।

সূত্র : ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ