কলকাতা 

SSC: গ্রুপ ডি মামলায় আরও ৫৪২ জনের অস্বচ্ছ ভাবে নিয়োগের অভিযোগে বেতন বন্ধের নির্দেশ আদালতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতে মামলাকারীরা আগেই জানিয়েছিল গ্রুপ ডি মামলায় অস্বচ্ছ কর্মী নিয়োগের সংখ্যা ২৫ নয়, ৫০০-র বেশি। বৃহস্পতিবার মোট ৫৪২ জনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতিপত্র আদালতে জমা পড়েছে। তার ভিত্তিতে ওই ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ।

বৃহস্পতিবার বিচারপতি নির্দেশ দেন, আরও যে ৫৪২ জনকে অস্বচ্ছ ভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তাঁদেরও বেতন বন্ধ করা হোক। তবে সরাসরি নয়। স্কুল সার্ভিস কমিশনকে সমস্ত নথি খতিয়ে দেখেই বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

Advertisement

আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি করবে একক বেঞ্চ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ