আন্তর্জাতিক 

আরও ভয়ংকর প্রজাতির কোভিডের হাদিস পাওয়া গেল ব্রিটেনে, ভারতে ছড়িয়ে পড়ার আশংকা, উদ্বেগ গবেষক-চিকিৎসকদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আরও ভয়াবহ আকার নিয়ে হাজির হয়েছে কোভিড-১৯। এবার নাকি কোভিড-১৯ নতুন প্রজাতি সৃষ্টি করেছে যা আরও মারাত্মকভাবে আঘাত হানতে পারে । আরও স্পষ্ট করে বললে, কোভিডের ত্রাস সৃষ্টিকারী ডেল্টা প্রজাতির মিউটেশনের ফলে সৃষ্ট নতুন ভ্যারিয়েন্ট, ‘AY.4.2’। এই মিউট্যান্টটিকে গবেষকরা অত্যন্ত ছোঁয়াচে এবং মারাত্মক বিপজ্জনক বলেই দাবি করছেন। ব্রিটেনে এর হদিশ ইতিমধ্যেই মিলেছে। তবে আরও উদ্বেগের বিষয় হল, ভারতেও নাকি এই প্রজাতির সংক্রমণের খোঁজ মিলেছে।

জানা গিয়েছে, ব্রিটেনে এই প্রজাতির আক্রমণের দাপটেই করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের সীমা পেরিয়ে গিয়েছে। এই মিউট্যান্টটির হদিশ মিলতেই ব্রিটেন, গোটা বিশ্বকে সতর্ক করেছিল। কিন্তু সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে ইন্দোরে একাধিক কোভিড সংক্রামিতের নমুনায় ডেল্টা প্রজাতির এই নতুন মিউট্যান্ট তথা ‘AY.4.2’ পাওয়া গিয়েছে।

Advertisement

ইতিমধ্যেই এই প্রজাতিতে ভারতের সাত জন আক্রান্ত। এরা প্রত্যেকেই সেনা অফিসার বলে জানা গিয়েছে। আরও ভয়ের বিষয় হল, এঁদের কোভিডের দু’টি টিকায় নেওয়া ছিল। সকলেই ছিলেন উপসর্গবিহীনও। শুধু তাই নয়। ভারতে ইন্দোরের পাশাপাশি, মহারাষ্ট্রের ১ শতাংশেরও নমুনায় এই প্রজাতির খোঁজ মিলেছে।

গবেষকরা বলছেন, ডেল্টার তুলনায় এই প্রজাতি, আরও আরও বেশি বিপজ্জনক তথা ক্ষতিকর। ডেল্টার মূল প্রজাতি (আলফা, বিটা) যত না বেশি সংক্রামক, তার থেকে অনেকটাই বেশি সংক্রামক হল ডেল্টা ও ডেল্টা প্লাস। এদের মিউটেশনও হয়ে গিয়েছে। নতুন ভাইরাস দু’টি হল A222V ও Y145H। বলাই বাহুল্য, নতুন এই প্রজাতি গবেষক-চিকিৎসকদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ