কলকাতা 

পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নকে স্ব-শাসিত অরাজনৈতিক শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিল আলিয়ার প্রাক্তনীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : মাদ্রাসা ছাত্র ইউনিয়নকে রাজনীতি মুক্ত করে স্ব-শাসিত এবং অরাজনৈতিক শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন আলিয়ার প্রাক্তনীরা । গতকাল বৃহস্পতিবার কলকাতা তপসিয়া এলাকার এক শিক্ষা প্রতিষ্ঠানের সেমিনার হলে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্র ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব মাওলানা মোহাম্মদ মুজাফফর আহমেদ, মাওলানা আব্দুল ওহাব মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, মাওলানা আব্দুল মোমেন, মাওলানা সিয়ামাত আলী, মাওলানা আবু সিদ্দিক খান, মাওলানা আতিয়ার হোসেন সহ বেশ কয়েকজন আলিয়ার প্রাক্তনী। এছাড়াও মাদ্রাসা ছাত্র ইউনিয়নের বর্তমানে দুটি কমিটির সদস্যদের মধ্যে বেশ কয়েকজন প্রতিনিধি এই সভায় উপস্থিত ছিলেন।

Advertisement

এদিনের সভায় মাওলানা মোঃ মোজাফফর সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাদ্রাসার ছাত্র ইউনিয়ন একটা সময় এই রাজ্যের সংখ্যালঘু আন্দোলনের অন্যতম পুরোধা হিসাবে আত্মপ্রকাশ করেছিল। সেই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে অনেক ত্যাগ এবং আত্মত্যাগ করতে হয়েছিল। কিন্তু দুঃখের হলেও সত্য আজকের দিনে মাদ্রাসা ছাত্র নেতারা সেই অর্থে আন্দোলনমুখী হচ্ছেন না ফলে সম্প্রদায়ের উন্নয়ন অনেকটাই থমকে গেছে। তাই আমাদেরকে রাজনীতি মুক্ত হয়ে সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, বাংলার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র আন্দোলনকে সংগঠিত করতে হবে। সেই কাজে বর্তমান আলিয়ার ছাত্র দের একটা বিশেষ ভূমিকা রয়েছে তা পালন করতে হবে বলে মোজাফফর সাহেব আহ্বান জানান।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে, মাওলানা আব্দুল ওহাব বলেন, আমরা নিজেরাও ঐক্যবদ্ধ নই বলেই আজ চারদিক থেকে সমস্যা আমাদেরকে ঘিরে ধরেছে। আলিয়া বিশ্ববিদ্যালয় আজ বন্ধের মুখে এই অবস্থা সৃষ্টি হলো কেন? কারন আমরা ঐক্যবদ্ধ নই। তিনি আরো বলেন, আমরা নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত আছি। অন্য দিকে আমাদের দেশের সংবিধান সংখ্যালঘুদের যে অধিকার দিয়েছে সেই অধিকারকে আমরা সুরক্ষিত করতে পারিনি। তার জন্য আজ অসমে মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধ হয়েছে হয়ে যাচ্ছে। আজ না হোক কাল আমাদের বাংলাতেও মাদ্রাসাগুলো সুরক্ষিত থাকবে না বলে আব্দুল ওহাব মন্তব্য করেন। তিনিও এদিন সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সংখ্যালঘু নেতা ও মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বলেন, আমাদের সকলকে একটি ছাতার তলায় আসতে হবে। বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার সেই বিভেদ ভেঙে ঐক্য গড়ে তুলতে হবে ।এটাই হোক আজকের প্রথম এবং প্রধান কাজ।

এদিনের সভায় আলিয়ার প্রাক্তনীরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের চলমান যে দুটি কমিটি রয়েছে সেই দুটি কমিটি কে ভেঙে দেওয়ার।  আগামী দু সপ্তাহ ধরে সদস্য সংগ্রহ অভিযান চালানো হবে মাদ্রাসার ছাত্র ইউনিয়নের। তারপর মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সদস্যদের দ্বারা নতুন কমিটি নির্বাচিত হবে বলে এদিনের সভায় সিদ্ধান্ত হয়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ