দেশ 

প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সাংসদ ডেরেক, দক্ষিণ ভারতে জোট সঙ্গীর খোঁজে !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এবার দক্ষিণ ভারতে জোট সঙ্গীর খোঁজে তৃণমূল নেতৃত্ব । ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোদী বিরোধী জোট সফল করতে বিরোধীরা উঠে পড়ে লেগেছে । সেই লক্ষ্যেই উত্তর-পূর্বাঞ্চলের অসম ও ত্রিপুরার পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলিতে কাজ শুরু করেছে বাংলার শাসক দল। এ ক্ষেত্রে তাদের নজর প্রধানত দক্ষিণের দুটি রাজ্যে। প্রথমটি বামশাসিত রাজ্য কেরল ও দ্বিতীয়টি কর্নাটক। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার বাসভবনে যান তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। সেখানে দীর্ঘ বৈঠক হয় দুই নেতার মধ্যে। বৈঠক থেকেই দেবগৌড়ার সঙ্গে ফোনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলিয়ে দেন ডেরেক।

জাতীয় রাজনীতির কারবারিদের একাংশ মনে করছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর ভিন রাজ্যে সংগঠন প্রসারের কাজে গতি এনেছেন অভিষেক। তাই এ বার দক্ষিণের রাজ্যগুলিতেও নিজেদের ক্ষমতা অনুযায়ী জোটসঙ্গীর খোঁজ শুরু করেছেন তিনি। সেই লক্ষ্যেই তৃণমূলের বার্তাবাহক হিসাবে ডেরেক গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে। অভিষেকের সঙ্গে কী কথা হয়েছে, সে প্রসঙ্গে প্রকাশ্যে কিছু না জানালেও, তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক নিয়ে যে তিনি সন্তুষ্ট তা নিজের টুইট মারফত বুঝিয়ে দিয়েছেন এই প্রবীণ জেডি (এস) নেতা।

Advertisement

নিজের টুইটে দেবগৌড়া লিখেছেন, ‘আমার বন্ধু তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমার সঙ্গে দিল্লির বাসভবনে সাক্ষাৎ করতে এসেছিলেন আমার থেকে বয়সে অনেক নবীন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। আমাদের মধ্যে ইতিবাচক ভাবনার আদান-প্রদান হয়েছে।’

কিন্ত তৃণমূল নেতৃত্বের এই সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত তা সন্দেহ থেকেই যায় । কারণ এই মুহুর্তে দক্ষিণ ভারতে বিজেপির কোনো প্রভাব নেই । এমন কী কর্ণাটকে বিজেপি আর ক্ষমতাকে ধরে রাখতে পারবে কিনা সন্দেহ রয়েছে । এই অবস্থায় দক্ষিণ ভারতে তৃণমূলের কোনো অস্তিত্বই সেখানে তাদের সঙ্গে কে জোট করবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ