জেলা 

জাল নোটসহ মালদহতে ধরা পড়ল সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র, পাচারকারীরা কি নাবালকদের ক্যারিয়ার বানাচ্ছে?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র ধরা পরল জালনোট পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অপরাধে। মালদহের কালিয়াচকের এই ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য পড়েছে। গোয়েন্দাদের অনুমান এবার পাচারকারীরা মেধাবী ছাত্রদের ব্যবহার করছে ক্যারিয়ার হিসাবে।

ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত কালিয়াচক থানা এলাকায় জাল নোট চক্রের রমরমা ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছে। পুলিশি তৎপরতা এবং সীমান্ত বাহিনীর উদ্যোগের ফলে জাল নোট চক্রের রমরমা ব্যবসা অনেকটাই বন্ধ হয়ে যায়। কিন্তু সপ্তম শ্রেণীর ওই মেধাবী ছাত্র ৪ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে গ্রেফতার হওয়ার পর প্রশ্ন উঠেছে তাহলে কি ঘুরপথে জালনোট পাচার চক্র চলছে।

Advertisement

মালদহ জেলা পুলিশ সূত্র জানিয়েছে, ৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট সমেত গ্রেপ্তার করা হয়েছে সপ্তম শ্রেণির এক পড়ুয়াকে। ধৃত নাবালকের বাড়ি কালিয়াচকের শাহবাজপুর এলাকার সাদরিটোলা গ্রামে। বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে থাকত সে। তারা তিন ভাই ও এক বোন। সে ছোট। শাহবাজপুর এলাকার একটি বেসরকারি স্কুলের ‘টপার’ সে।গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে জাল নোট সমেত গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৪০০টি পাঁচশো টাকার জাল নোট এবং ১২০টি দু’হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। কীভাবে সে জাল নোট পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

গ্রামবাসীদের কথায়, “এই নাবালক মেধাবী ছাত্র  কীভাবে জাল নোট নিয়ে ধরা পড়ল, সেটা আমরা বুঝতে পারছি না। যদি ঘটনা সত্য হয়, তাহলে সে জাল নোটের কারবারিদের খপ্পরে পড়ে গিয়ে থাকতে পারে। কিছু টাকা দিয়ে ক‍্যারিয়ার হিসাবে তাকে ব‍্যবহার করেছে মাফিয়ারা। চক্রের মাথাগুলিকে ধরতে হবে।”

দীর্ঘ কয়েক মাস ধরে মালদহের কালিয়াচকে জাল নোট উদ্ধারের ঘটনা ঘটেনি। অনেকটা স্বস্তিতেই ছিল পুলিশ প্রশাসন। অনেকেই ভেবেছিলেন, পুলিশের তৎপরতায় জাল নোট পাচার অন্তত থমকে গিয়েছে মালদহ জেলায়। কিন্তু দীর্ঘদিন পর এই জাল নোট উদ্ধারের ঘটনা ফের পুলিশের অস্বস্তির পারদ অনেকটাই উপরে তুলে দিয়েছে। শুধু তা-ই নয়, নাবালক স্কুলপড়ুয়া গ্রেপ্তার হওয়ায় চিন্তিত প্রশাসনের কর্তারাও।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ