জেলা 

বন্যায় ভাসছে হাওড়ার আমতা উদয়নারায়নপুর সহ বিস্তীর্ণ এলাকা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম :  গত কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন হাওড়া গ্রামীন ও শহর এলাকা।শহরের বেশ কিছু এলাকায় জল কমে গেলেও হাওড়া জেলার উদয়নারায়ানপুর,আমতা,সহ বেশ কয়েকটি ব্লকের বিস্তৃর্ণ এলাকায় জলচ্ছ্বাসের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

৩০,জুলাই শুক্রবার ডিভিসির জল ছাড়ার কারণে শনিবার ও রবিবারে উদয়নারায়ানপুর ব্লকের রামপুর হাট,কুর্চি শিবপুর, হড়ালি,কানুপাট,মনসুকা,সিংটি,

Advertisement

গড়ভবানীপুর সহ আমতা ব্লকের সনাতলা,ভাটোরা,ঘোড়া বেড়িয়া,জি বি চিৎনান গ্রামপঞ্চায়েতে নতুন করে বন্যা দেখা দিয়েছে। বেশ কিছু ঘর বাড়ী সহ চাষের জমি জলের তলায় তলিয়ে গেছে। বন্যায় প্রায় একচল্লিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো গেছে।বন্যা কবলিত এলাকা থেকে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে।বন্যা পীড়িত মানুষদের জন্য শুকনো খাবার ও পানীয় জল সরবরাহ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে  জানানো হয়।

হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য ,রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়,গ্রামীন পুলিশ সুপার সৌম্য রায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান।

শুক্রবার,শনিবার ও রবিবার পর্যন্ত যথাক্রমে এক লক্ষ,এক লক্ষ ত্রিশ হাজার ,এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়ার ফলেই এই বন্যার সৃষ্টি হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

অন্য দিকে হুগলি জেলার খানাকুল,গোঘাট সহ বেশ কিছু এলাকাতেও একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসনের দেখা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ