কলকাতা 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে এসএসসির চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে ধুন্দুমার কান্ড ঘটে গেল। রবিবার বিকেলে সবাই যখন দিবা নিদ্রায় ব্যস্ত ঠিক সেই সময় শিক্ষামন্ত্রী বাড়ির সামনে বেশ কয়েক জন তরুণী হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরা সবাই এসএসসির চাকরিপ্রার্থী। তাদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে দিতে হবে। কিন্তু কালিন্দীতে শিক্ষামন্ত্রী বাড়ির সামনে থাকা নিরাপত্তারক্ষীরা ওই বিক্ষোভকারীদের ভেতরে ঢোকার অনুমতি দেয়নি।

ফলে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষন ধস্তা-ধস্তি চলে। এসএসসিতে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে এই অভিযোগে বেশ কয়েক বছর ধরে পরীক্ষার্থীরা আন্দোলন করে চলেছে। এমনকি নির্বাচনের আগে বিকাশ ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভে অংশ ছিল। সেই অবস্থান বিক্ষোভে দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্যের সমস্ত বিরোধী দলের নেতারা দিয়েছিল এমনকি শাসক দলের নেতারাও তাদের সঙ্গে কথা বলেছিল তার পরেও সমস্যার সমাধান হয়নি বলে এসএসসি পরীক্ষার্থীদের দাবি।

Advertisement

রবিবার ঠিক বিকেল তিনটে নাগাদ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী তাদের অধিকাংশই মহিলা তারা। তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চান তাদের সকলের হাতেই পোস্টার ছিল। কিন্তু নিরাপত্তারক্ষী তাদের অনুমতি দেয়নি ফলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে।

সংবাদমাধ্যমকে এক মহিলা বলেন, ”আমরা এখানে কোনও বিক্ষোভ করতে আসিনি। শুধু স্যরের (ব্রাত্য বসু) সঙ্গে দেখা করব, আমাদের কিছু বক্তব্য আছে, সেসব জানিয়েই চলে যাব।”

কিন্তু নিরাপত্তারক্ষীদের বক্তব্য, আগাম অনুমতি ছাড়া মন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে না। এর ফলে বিক্ষোভ আরো বেশি দানা বাঁধে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ