জেলা 

সব ছাত্রছাত্রীদের টিকা দিয়ে স্কুল-কলেজ চালু করার পাশাপাশি মিথ্যা মামলায় গ্রেফতার কৃত ছাত্র-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকি মিছিল ও পথ অবরোধ ডিএসও-র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :   সমস্ত ছাত্রছাত্রীকে টিকাকরণ করে অবিলম্বে অফলাইন পঠন-পাঠন শুরু করতে হবে, সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি নেওয়া চলবে না, স্কুল-কলেজের সমস্ত অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে,মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বিভ্রান্তির সঠিক সমাধান করতে হবে ইত্যাদি নানা শিক্ষার দাবি জানিয়ে ছাত্র আন্দোলনে পুলিশি নির্যাতনের ও ছাত্র-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে রাখার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আজ ৩১ জুলাই শনিবার প্রচার অভিযান করা হয় ছাত্র সংগঠন এ আই ডি এস ও’র হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে।বাগনান,কুলগাছিয়া,বীরশিবপুর ও উলুবেড়িয়া শহর জুড়ে এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য স্বপন জানা,উৎপল দাস অধিকারী ও জেলা সম্পাদক সেখ মহঃ মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে,এক‌ই দাবি নিয়ে প্রায় মাসাধিককাল রাজ্যজুড়ে প্রতিবাদের ধারাবাহিকতায় গত ২৬ জুলাই রাজ্যজুড়ে প্রতীকী পথ অবরোধে সামিল হয়েছে হাজার হাজার ছাত্র-ছাত্রী।

রাজ্যজুড়েই এই অবরোধে পুলিশি নির্যাতন, লাঠিচার্জ ও গ্রেফতার করা হয় শতাধিক ছাত্র ছাত্রীদের। মিথ্যা মামলায় জামিন অযোগ্য ধারায় বাঁকুড়া জেলার সম্পাদক ও সভাপতি এবং পাঁচজন ছাত্রীসহ এগারো জন এ আই ডি এস ও কর্মীকে ১৪ দিনের জেল হাজতে রাখা হয়।এই ছাত্র কর্মীদের বেআইনী অস্ত্র নিয়ে সরকারী কাজে বাধা দেবার জন্য বেআইনী জমায়েতের মিথ্যা মামলা করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।

Advertisement

জেলা সভাপতি কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন, অবিলম্বে এই ছাত্র কর্মীদের নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে আগামী দিনে রাজ্য কমিটির আহ্বানে রাজ্যজুড়ে তীব্র ছাত্র আন্দোলন গড়ে উঠবে। পাশাপাশি স্কুল-কলেজ খোলা ও ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের কমিটি গঠন করে আন্দোলনে সামিল হ‌ওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনের জেলা নেতৃত্ব।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ