কলকাতা 

রাজনীতিকে আলবিদা জানালেন বাবুল সুপ্রিয়, অভিমানেই কী এই সিদ্ধান্ত ? ছাড়ছেন আসানসোলের সাংসদ পদও

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজনীতি ছেড়ে দিতে চলেছেন এই খবর বেশ কিছুদিন ধরে বাজারে ছিল । কিন্ত সত্যিই এভাবে চলে যাবেন বাবুল সুপ্রিয় তা ভাবা যায়নি । ফেসবুকে মন্তব্য করেই জানিয়ে দিলেন আজ শনিবার ৩১ জুলাই যে তিনি রাজনীতিকে আলবিদা জানাচ্ছেন। তবে তিনি অন্য কোনো দলে যে যোগ দেবেন না সেটা্ও জানিয়ে দিয়েছেন । সম্প্রতি তাঁর মন্ত্রীত্ব কেড়ে নেন মোদী-শাহ । তারপর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় রাজনীতি ছাড়ার ইঙ্গিত দেন । প্রশ্ন উঠেছে শুধুমাত্র মন্ত্রীত্বের জন্যই কী বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিলেন ? তিনি ফেসবুৃকে ইঙ্গিত দিয়েছেন রাজনীতি ছাড়ার পাশাপাশি ছাড়বেন সাংসদ পদও । হুগলির ভূমিপুত্র বাবুল সুপ্রিয়-র এই সিদ্ধান্তে রাজ্য বিজেপি তো বটেই কেন্দ্রীয় বিজেপি যে অস্বস্তিতে পড়ল তা বলার অপেক্ষা রাখে না ।

আজ শনিবার গায়ক বাবুল রাজনীতিকে বিদায় জানানোর সময়েও গানের আশ্রয় নিয়েছেন। দীর্ঘ পোস্টের সঙ্গে দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান ‘এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম…।লেখার শেষেই শুধু নয় পোস্টের গোড়াতেও বাবুল লিখেছেন, ‘চললাম…, অলবিদা…।’ এই সিদ্ধান্ত তিনি কী ভাবে নিয়েছেন তা জানিয়ে বাবুল লিখেছেন, ‘অন্য কোনও দলেও যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম কোথাও নয়।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁকে কেউ ডাকেওনি।

Advertisement

সম্প্রতি তিনি কিছু মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। মন্ত্রিত্ব হারানোর পরে দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্বও তৈরি হয়েছিল। তা নিয়ে বাবুল লিখেছেন, ‘বেশ কিছু সময়ে তো থাকলাম। কিছু মন রাখলাম, কিছু ভাঙলাম। কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ, হতাশ করলাম। মূল্যায়ন আপনারাই নয় করবেন।’

রাজনীতির বাইরে থাকলেও আগামী দিনে তিনি যে সমাজসেবা মূলক কাজে যুক্ত থাকতে চান সে কথাও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, ‘সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। নিজেকে একটু গুছিয়ে নিই আগে তারপর।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিছুদিন থেকেই রাজনীতি ছাড়ার কথা বলছিলেন তিনি।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘বিগত কয়েকদিনে বার বার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সঙ্কল্প নিয়ে গিয়েছি এবং আমি ওঁদের কাছে চিরকৃতজ্ঞ যে প্রতিবারই ওঁরা আমাকে নানা ভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন।’কেন তিনি ফেসবুকে লিখে রাজনীতি ছাড়লেন তার ব্যাখ্যাও দিয়েছেন বাবুল। শাহ, নড্ডার কাছে তিনি যেতে চান না জানিয়ে লিখেছেন, ‘আমি তাঁদের এই ভালবাসা কোনও দিন ভুলবো না আর তাই আবার তাঁদের কাছে গিয়ে সেই একই কথা বলার ধৃষ্টতা আর আমি দেখাতে পারবো না। বিশেষ করে ‘আমার আমি’ কি করতে চাই তা যখন আমি অনেকদিন আগেই ঠিক করে ফেলেছি। কাজেই আবার একই কথার পুনরাবৃত্তি করতে গেলে কোথাও না কোথাও তাঁরা ভাবতেই পারেন যে আমি কোনো ‘পদের’ জন্য ‘দরাদরি’ করছি| আর তা যখন একেবারেই সত্য নয়, তখন একেবারেই চাই না যে তাঁদের মনের ঈশান কোণেও সেই ‘সন্দেহের’ উদ্রেক হোক। এক মুহূর্তের জন্য হলেও।’

বাবুল সুপ্রিয়র এই অকাল বিদায়ের প্রভাব যে বিজেপিতে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই । এরফলে বঙ্গ বিজেপি যে ধাক্কা খেল তা সামলে ওঠা কঠিন হবে বলে রাজনৈতিক মহল মনে করছে । ঋণ স্বীকার : ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ