Featured Video Play Iconজেলা 

গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে মালদা জেলার তৃণমূল ছাত্র পরিষদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : গঙ্গা কেড়ে নিয়েছে তাদের বাড়িঘর। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বানভাসিরা। এমন অবস্থায় দুবেলা খাবার জোটানোই দায় হয়ে পড়েছে তাদের কাছে। এবারে ভাঙন কবলিত সেই এলাকায় পৌঁছে গিয়ে বানভাসিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিল মালদা জেলা তৃণমূল যুব ছাত্র পরিষদ। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা ভাঙ্গনকবলিত কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর এলাকায় পৌঁছে গিয়ে শতাধিক পরিবারের কে খাদ্য সামগ্রী তুলে দেন।

শনিবার মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হায়দার আলীর নেতৃত্বে কর্মীরা ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছে গিয়ে বানভাসিদের মধ্যে শুকনো খাবার বিলি করেন। মুড়ি, চানাচুর, চিড়া,গুড়, বিস্কুট সহ বিভিন্ন ধরনের শুকনো খাবার শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দা জানান গঙ্গার ভাঙ্গনে তাদের বাড়িঘর নদীগর্ভে। এমন অবস্থায় সমস্যায় পড়েছেন তারা। কে কেউ ত্রিপল খাটিয়ে আবার কেউ কেউ সরকারি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছেন। তার পাশাপাশি আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের শুকনো খাবার তুলে দেওয়া হলো।অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হায়দার আলী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই অসহায় গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ভাঙ্গন কবলিত এলাকায় বানভাসীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ তারা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছে গিয়ে বানভাসিদের মধ্যে শুকনো খাবার বিলি করলেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ