কলকাতা 

প্রাপ্ত নম্বরকে ভিত্তি করেই ভর্তি নিতে হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব নাকচ করে জানিয়ে দিল উচ্চশিক্ষা দফতর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে প্রস্তাব রাজ্য সরকার পত্রপাঠ নাকচ করে দিল । প্রতি বছর ভারতের অন্যতম প্রথম সারির এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা পরীক্ষা নেওয়া হয় । সেই পরীক্ষায় পাশ করলে তবেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যেত । কিন্ত এবার করোনার কারণে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষা হয়নি । তাই রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে, প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি নিতে হবে । অর্থাৎ পরীক্ষায় ফলের ভিত্তিতেই ভর্তি নিতে হবে ।

কিন্তু যাদবপুরের বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটির বৈঠকে প্রস্তাব উঠেছিল, ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের প্রাপ্ত নম্বরকে ৮০ শতাংশ গুরুত্ব (ওয়েটেজ) দেওয়া হোক। দ্বাদশ শ্রেণির সঙ্গে দশম শ্রেণির প্রাপ্ত নম্বরকেও গুরুত্ব দেওয়া যেতে পারে। বাকি ২০ শতাংশ নম্বর অনলাইনে বা ফোনে গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে দেওয়ার প্রস্তাব ওঠে। বিশেষ করে, যদি একাধিক পড়ুয়া শেষ পরীক্ষায় একই নম্বর পেয়ে থাকেন। বিশ্ববিদ্যালয় এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে উচ্চশিক্ষা দফতর । এনিয়ে  যাদবপুরের শিক্ষক সমিতি (জুটা) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে প্রতিবাদ জানিয়েছিল।  সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘‘ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রবেশিকা পরীক্ষা নিতে না দিয়ে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের উপরে আঘাত হানল।’’

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ