Featured Video Play Iconজেলা 

জমা জল সরাতে রাস্তায় নেমে কাজ শুরু করলেন উলুবেড়িয়ার ১৪ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাদশা মিদ্দে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এম, এ, মনু উলুবেড়িয়া : জল নিকাশী ব্যবস্থা সংস্কার হয়নি, ভারী বৃষ্টির জেরে প্লাবিত উলুবেড়িয়া পুর সভার চেঙ্গাইলের বিস্তৃত এলাকা। ১৬ নং ওয়ার্ডে বি সি রায় রোডের মোল্লা পাড়া একাধিক বাড়ির উঠনে জল দাঁড়িয়ে গেছে। রাস্তা ঘাট, খেলার মাঠ জল মগ্ন, কয়েকটি মাটির বাড়ি ভেঙ্গে পড়েছে, অভিযোগের তীর শাসক দলের দিকে।

যাদের ছাদের বাড়ি আছে তাদের পৌরসভা ঘর দিয়েছে, যারা অসহায় পলিথিন, হোগলা ঘিরে, কেউ বা বিপদ জনক মাটির বাড়িতে বসবাস করছে। তাদেরকে বাড়ি দেয়নি, ফলে ১৬ নং ওয়ার্ডে ভেঙ্গে পড়ে মাটির বাড়ী বিপদজনক আবস্থায় রয়েছে বেশ কয়েকটি বাড়ী।

Advertisement

অন্য দিকে ১৪ নংওয়ার্ডের আরও বেহাল দশা, নিকাশি খাল সংস্কারের দাবি অনেক দিনের, আজও সংস্কার হলো না । তড়িঘড়ি লোকজন নিয়ে জল নিকাশি কাজে নেমে পড়লেন ১৪ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটরা বাদশা মিদ্দে। এর ফলে জল দ্রুত নেমে যায় ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ