কলকাতা 

স্কুল সার্ভিস কমিশনের ইতিহাসে নয়া যুগের সূচনা উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ হবে অনলাইনে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দায়িত্ব নেয়ার পর এই বাংলার শিক্ষা জগতের আলোড়ন তৈরি হলো। সম্ভবত এই প্রথম ভারতের কোন চাকরির ইন্টারভিউ অনলাইনে সম্পূর্ণ হবে। অনলাইন ইন্টারভিউ হলে তার মধ্যে সততা অনেকটাই থাকবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। ব্রাত্য বসুর এই উদ্যোগ বাংলার শিক্ষা জগতে মাইলস্টোন হিসাবে চিহ্নিত হবে।

আগামী উনিশে জুলাই সোমবার থেকে উচ্চ প্রাথমিক এর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে অনলাইনের আজ শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘোষণা করেছেন। এই প্রক্রিয়া সফলতা লাভ করলে বাংলার সব শিক্ষাজগতে নতুন এক যুগের সৃষ্টি হবে বলে শিক্ষা জগৎ মনে করছে।স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য মিলবে। এদিন শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যাওয়ায় খুশি ভাবী শিক্ষকরা।

Advertisement

পুজোর আগেই রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগ করা হবে ১৪,৩৩৯ জন শিক্ষক। ৩১ জুলাইয়ের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে উচ্চ আদালতের  নির্দেশ অনুযায়ী। তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই কাজ এগিয়ে নিয়ে যেতে মরিয়া SSC এবং শিক্ষা দপ্তর।

করোনা পরিস্থিতিতে ভিড় করে ইন্টারভিউ নেওয়া ঝুঁকিপূর্ণ। তাই অনেক আলাপ-আলোচনার পর এবার অনলাইনেই ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। সেটাই শুরু হবে ১৯ জুলাই থেকে। চলবে ৪ আগস্ট পর্যন্ত। সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তার আগে অবশ্য প্রাথমিকের ১০,৫০০ জন শিক্ষককে নিয়োগ করার কাজ শেষ হয়েছে ১৫ তারিখ, এই একই পদ্ধতিতে। আর উচ্চ প্রাথমিকের নিয়োগও সেই পদ্ধতিতেই হবে। তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা সকলেই অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবেন।

যদিও উচ্চ প্রাথমিকে কিছু পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে। সেই মামলা আগামী সপ্তাহে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনলাইনে ইন্টারভিউ প্রক্রিয়া চালু করার সিদ্ধান্তে খুশি বলে শোনা যাচ্ছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ