জেলা 

প্রোমোটার রাজ আমরা কায়েম করতে দেবো না,ভেঙে গুঁড়িয়ে দেবো : ডা:নির্মল মাজি 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সুরজীৎ আদক,আমতা: উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা বাসস্ট্যান্ড লাগোয়া দক্ষিণ পাড়ার পুকুর দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলায় পুকুরটি আবর্জনা স্তূপে পরিণত হয়ে উঠেছিল,এবার সেই পুকুর ভরাট আটকানো শুধু নয়,প্রমোটারী কায়েম খতম করে আগামী সাত দিনের মধ্যে পুকুর সংস্কারণ করে সাধারণ মানুষের জন্য এই পুকুরটি ব্যবহার্য করার জন্য গতকাল রাত থেকে নিজে দাঁড়িয়ে স্বয়ং ময়দানে লাঠি হাতে তুললেন নবনির্বাচিত ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল বোর্ডের সভাপতি তথা এই কেন্দ্রের স্থানীয় বিধায়ক ডাঃ নির্মল মাজি।

বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সন্ধ্যায় প্রশাসনের আধিকারিকদের নিয়ে সংশ্লিষ্ট পুকুরটি কেবল পরিদর্শন করলেন না বরং পুকুরের বর্তমান অবস্থা দেখে পুকুরটি সংস্কারের নির্দেশ দেন এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রীর উপস্থিতিতেই জেসিপি মেশিন দিয়ে পুকুর সংস্কারণের কাজ শুরু হয়। আজ আবার এই পুকুরটির সংস্করণের কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখলেন ডাঃ নির্মল মাজি,এছাড়াও বিধায়কের সাথে এদিন উপস্থিত ছিলেন আমতা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার কর সিনহা,স্থানীয় পঞ্চায়েত সদস্যা মল্লিকা সাউ,বিশিষ্ট শিক্ষক সুমন্ত সাউ সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল পুকুরে বিভিন্ন ধরনের প্লাস্টিক,আনাজের খোসা সহ বিভিন্ন আবর্জনা এক কথায় একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছিল কিন্তু স্থানীয় বিধায়কের পুকুর সংস্কারণ এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে দেওয়ার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ