কলকাতা 

কৃমি নিয়ে সচেতন করতে কৃষক ও ছাত্র-ছাত্রীদেরকে আহ্বান বুধবারের অনলাইন কর্মশালায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হক : আগামী ৭ জুলাই  পালিত হতে চলেছে ১৬-তম কৃমি সচেতনতা দিবস। এবছর যুগ্মভাবে আয়োজনের দায়িত্বে আছে এসোসিয়েসন ফর অ্যাডভান্সমেন্ট ইন প্লান্ট প্রোটেকশন, কল্যাণী এবং অনুসন্ধান, কলকাতা। ঠিক বেলা দু-টোয় অনলাইনে শুরু হবে এই আলোচনা। ইতিমধ্যে অনুষ্ঠান নিয়ে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে বিভিন্ন স্তরের মানুষ জনের মধ্যে। অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন কৃষক, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, বিজ্ঞানী, কৃষি সামগ্রী বিক্রেতা, কৃষি আধিকারিক, কৃষি সহায়ক, এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।

এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অবসরপ্রাপ্ত বিশিষ্ট কৃমিবিজ্ঞানী ড. অজয় কুমার গাঙ্গুলী (নিউ দিল্লি), প্রখ্যাত কৃমি বিজ্ঞানী ও অবসরপ্রাপ্ত সর্বভারতীয় প্রকল্পের সমন্বয়কারী অধ্যাপক ড. রমন কুমার ওলিয়া (নিউ দিল্লি), অবসরপ্রাপ্ত বিশিষ্ট কৃমিবিজ্ঞানী শিবির কুমার লাহা (আই. সি. এ. আর. ) এবং উপস্থিত থাকবেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও কৃষিবিদগণ।

Advertisement

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন অ্যাসোসিয়েশন ফর আদ্ভান্সমেন্ট ইন প্লান্ট প্রটেকশন এর সচিব অধ্যাপক শান্তনু ঝা। উদ্ভিদ ও প্রাণী-পরজীবী কৃমি বিষয়ে মূল বক্তব্য রাখবেন অধ্যাপক ড. রমন কুমার ওলিয়া। গাছ-গাছালির মতো মানুষের শরীরেও পরজীবী কৃমি সমস্যা করে। যেমন গোলকৃমি (ক্ষুদ্রান্তে আক্রমণ করে এবং রক্তাল্পতা ও অপুষ্টি জনিত রোগের অন্যতম কারণ), হুক ওয়ার্ম (লোহার ঘাটতি ও রক্তাল্পতা রোগ হয় ), কুঁচো কৃমি (মল দ্বারে বা যোনি দ্বারে চুলকায় ), গিনি ওয়ার্ম (টিউবওয়েলের জলে, অপরিশোধিত জলে থাকে এবং মানুয়ের শরীরে প্রদাহ ও ফোস্কা তৈরী করে ), চাবুক কৃমি (অন্ত্রের কোলনে প্রদাহ করে, মলাশয় দিয়ে বেরিয়ে আসে) ইত্যাদি । এছাড়া পায়ের গোদ বা এলিফ্যানটিয়েসিস নামটি খুবই পরিচিত। এরা শরীরের লসিকা নালী ও লসিকা গ্রন্থিতে আক্রমণ করে। ফলে জ্বর, লসিকা নালী ও গ্রন্থির প্রদাহ হয়। বিশেষ করে পায়ে গোদ, কপালে ফোলা, স্তন ফোলা ও হাইড্রোসিল হতে পারে। এরা মূলত কিউলেক্স প্রজাতির মশা দ্বারা বাহিত হয়। এদের পরিচিতি ও পরিবেশে উপস্থিতি সম্পর্কে আমাদের মধ্যে ব্যাপক সচেতনতা প্রয়োজন। যথাযথভাবে তা না থাকার ফলে অধিকাংশ মানুষ এর শিকার হয়। বিশেষ করে স্কুল ছাত্র- ছাত্রী ও মাঠে ঘটে খেটে খাওয়া মানুষেরা।

অথচ একটু সজাগ হলে কৃমির আক্রমণ এড়ানো যায়। কৃমি ছাড়া, পোকা-মাকড় ও রোগ সমস্যা অধিক ফলনের অন্তরায়।

এই সমস্ত সমস্যা নিয়ে প্রশ্ন -উত্তর পর্বও থাকবে বুধবারের অনলাইন কর্মশালায় । বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ প্রশ্নের উত্তর ও সঠিক পরামর্শ ও সমাধান দেবেন।

এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন প্রখ্যাত কৃষিবিজ্ঞানী মতিয়ার রহমান খান।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ