কলকাতা মুখ্যমন্ত্রীর দরবার 

CESC – র গাফিলতির জন্যই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে, মুখ্যমন্ত্রীর উচিত কড়া ব্যবস্থা নেওয়া

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : CESC’র গাফিলতির কারণেই বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে শহর কলকাতায়। গত মে মাসে রাজভবনের  সামনে এক যুবক মারা গিয়েছিলেন বিদ্যুৎপৃষ্ট হয়ে। এক মাস কাটতে না কাটতেই দুজন মারা গেলেন কলকাতার নাগরিক বিদ্যুৎপৃষ্ট হয়ে। CESC’ এর দায় কোনোভাবেই এড়াতে পারে না।

CESC’র শুধুমাত্র সাধারণ গ্রাহকদের কাছ থেকে বিদ্যুতের বিলের টাকা নিতেই ব্যাস্ত থাকে বিদ্যুৎ চুরি আটকাতে তারা কোনো ব্যবস্থা নেয়নি । উপরন্তু গ্রাহকরা বিদ্যুৎ চুরির বিরুদ্ধে সিএসসির কাছে অভিযোগ জানালে সে স্পষ্ট জানিয়ে দেয় এটা দেখার দায়িত্ব তাদের নয়।

Advertisement

এই প্রতিবেদক নিজেও কয়েকদিন আগে সিএসসির দপ্তরে ফোন বিভিন্ন অভিযোগ করেছিলেন সেই অভিযোগ শোনার সামান্যতম ধৈর্য এবং কর্তব্য দেখান না CESC’র আধিকারিকরা।

এমনকি বিদ্যুৎ সংযোগ আদৌ সঠিকভাবে গ্রাহকদের বাড়িতে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না সেটা দেখার দায়িত্ব নেয় না CESC’র । তারা পরিষ্কার বলে দেয় আমরা সরবরাহের দায়িত্ব নেব, আপনার বাড়িতে বিদ্যুৎ যাবে কি যাবে না তা দেখার দায়িত্ব আমার নয়। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন সংস্থার কাছে এই শহরের নাগরিকরা মৃত্যু ছাড়া আর কিছুই আশা করতে পারে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার CESC’র বিরুদ্ধে সরব হলেও কোনো এক অজানা কারণে এই সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারছেন না বলে জানা যাচ্ছে। কলকাতা শহরকে  CESC’র অনাচার থেকে এখনই মুক্ত করা উচিত ।

CESC’র  কার্যাবলীতে শহরের মানুষ বিপর্যস্ত এরা অন্যায় অত্যাচার এবং জুলুম করে টাকা আদায় করছে। এর  ফলে মানুষ ক্ষুব্দ হচ্ছে দিনের পর দিন। অথচ সাধারণ নাগরিকের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে CESC’। এরকম সংস্থাকে কলকাতার মত একটা বড় শহরের দায়িত্ব দেওয়াটা মানবিক রাজ্য সরকারের কাছে শোভনীয় নয়।

মমতা সরকারের কাছে আমাদের আবেদন অবিলম্বে CESC’র  কাছ থেকে বিদ্যুৎ বন্টন এর দায়িত্ব কেড়ে নেওয়া হোক। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন সংস্থাকে বিদ্যুৎ বন্টন এর দায়িত্ব দেওয়া টা সত্যিই ঠিক হচ্ছে না বলে কলকাতা শহরের নাগরিকরা মনে করছে।

বিদ্যুৎ চুরি আটকাতে না পারার কারণে আজকে কলকাতা শহরে বিদ্যুৎপিষ্ট হয়ে সাধারণ মানুষ মারা যাচ্ছে এই মৃত্যুর দায় কার? এই মৃত্যুর দায় নিতে হবে স্বয়ং সঞ্জীব গোয়েঙ্কাকে ?


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ