কলকাতা 

জামিন পেলেন ফিরহাদ-মদন-সুব্রত-শোভন, গ্রেফতারির সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে ব্যর্থ সিবিআই! হাইকোর্ট যাবে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : সিবিআই আদালত জামিন দিল নারদা কান্ডে গ্রেফতার চার অভিযুক্তকে । দিনভর নাটকের পর সোমবার সন্ধ্যায় সিবিআই আদালত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে জামিন দিল। এর ফলে দিনভর চলা নাটকের যবনিকা হলো । বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী ৬ ঘন্টা সিবিআই অফিসের সামনে অবস্থান করার পর যখন তিনি বেরিয়ে এলেন তাঁর শারীরিক ভাষা বলে দিচ্ছিল এই যুদ্ধে তিনিই জিতবেন । জিতলেন তাই । সিবিআই-এর নিজের আদালতেই প্রমাণ করতে পারেনি ফিরহাদ-সুব্রত-মদনদের গ্রেফতারে কারণ । প্রমাণ দিতে পারেনি কেন তাঁদের হেফাজতে চাইছে সিবিআই ।

যদিও সিবিআই বলেছে, তারা হাইকোর্টে যাবেন তবে তা খুব বেশি সুবিধা হবে না । নিজের আদালতকেই যখন সিবিআই বোঝাতে পারেনি , তখন হাইকোর্টকে কী করে বোঝাবে । আর এসব দেখিয়ে লাভ নেই । সিবিআই সংস্থা মোদী সরকারের আমলে হাস্যকর হয়ে উঠেছে । এর আগে পি.চিদম্বরমকে গ্রেফতার করেছিল , এখনও পর্যন্ত তাঁর অপরাধ প্রমাণ করতে পারেনি । এই সংস্থাকে জনগনের টাকা দিয়ে পোষার কোনো প্রয়োজন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন আম জনতা ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + seven =