অন্যান্য 

বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাম-কংগ্রেসের সাংসদ ,নাকি গেরুয়া শিবিরের বড্ড জানতে ইচ্ছা করে, খোলা চিঠি বাংলার জনরব-এর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য,

আপনি এই রাজ্য থেকে বাম-কংগ্রেসের যৌথ সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছেন । আপনার ঐকান্তিক প্রচেষ্টায় সারদা ও নারদা কেলেংকারির তদন্ত সিবিআই-এর হাতে গেছে । এনিয়ে কোনো সন্দেহ নেই । তবে সিবিআই তদন্ত করতে কেন দেরি করছে? তা নিয়ে কেন আর একটা মামলা করলেন না ! কেন সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে যখন কাজ করেন তখন আপনি প্রতিবাদ করেননি । যেমন ধরুন আজ সোমবার ১৭ মে সকালে রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী ও দুই বর্তমান মন্ত্রীকে কোনো রকম নিয়মের তোয়াক্কা না করে গ্রেফতার করে সিবিআই। সিবিআই-এর হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠার নেপথ্যে যে মোদী শাহর চক্রান্ত রয়েছে তা আর বুঝতে বাংলার কোনো শিশুরও বাকি থাকে না । ব্যতিক্রম দেখলাম আপনি । গ্রেফতারের পর রাজ্য বিধানসভার স্পীকার যখন এই গ্রেফতারিকে বেআইনি বলছেন , সিপিএমের পক্ষ থেকে গ্রেফতারের সময় ক্ষণের সমালোচনা করা হয়েছে, ফ্যাসীবাদী আচরণ বলা হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি এই সময়ে গ্রেফতারের সমালোচনা করেছেন , ঠিক সময় বাম-কংগ্রেসের সমর্থনে জেতা একজন সাংসদ হিসাবে আপনি এই গ্রেফতারকে সমর্থন করেছেন । আপনি বলেছেন, আইন সবার জন্য সমান। সে মন্ত্রীই হোন আর সাধারণ মানুষ যেই হোক । ভাল কথা। আইনের কথা বলেছেন । বিকাশবাবু এই কথাটাই বিজেপি সোমবার সকাল থেকে বলতে শুরু করেছে। আপনি বিজেপির কথাকেই ঘুরিয়ে বলছেন কেন ?

Advertisement

আপনি কী গেরুয়া শিবিরের লোক ? যদি হন , আমার বলার কিছু নেই । আপনি যদি নিরপেক্ষ আইনজীবী হন তাহলেও বলতে বাধ্য হচ্ছি আপনি নিরপেক্ষ নন । আপনি নিরপেক্ষ হলে প্রশ্ন তুলতেন ফিরহাদ-সুব্রত-মদন-শোভন যদি গ্রেফতার হয় তাহলে শুভেন্দু-মুকুল কেন হবেননা ? বিবেকবান, মানবাধিকারের সামান্য বিষয়টি যদি আপনার হৃদয়ে থাকতো বিকাশবাবু, তাহলে অবশ্যই প্রকাশ্যে দাঁড়িয়ে আপনি সিবিআইর কাছে বলতেই পারতেন আইন যদি সবার জন্য সমান হয় তাহলে নারদা কান্ডে তৃণমূল নেতারা গ্রেফতার হলে বিজেপির বিরোধী দলনেতা কেন গ্রেফতার হবেন না ? কোথায় গেল আপনার বিবেক ? নাকি সাংসদ হওয়ার জন্য বামেদের সঙ্গে ছিলেন । সাংসদ হওয়ার পর এবার সব বিবেককে বিসর্জন দিলেন! আর এই কাজটি করতে গিয়েই , সুবিধাবাদী নীতি নিতে গিয়েই , অন্ধ মমতা বিরোধিতা করতে গিয়ে আপনার দল এবং আপনাকে সমর্থনকারী দল কংগ্রেস বাংলা থেকে মুছে গেছে । বিধানসভায় তাঁদের কোনো প্রতিনিধি নেই । তারপরেও আপনারা মমতার বিরোধিতা করে চলেছেন ! লজ্জা করে না ! মমতার দলের নেতা মন্ত্রী হওয়ার জন্য তাঁরা জেলে গেলে আপনার কাছে সেটা আইন সবার জন্য সমান বলে মনে হয় , আর বিজেপির শুভেন্দু-মুকুলরা একই অপরাধ করে কেন শাস্তি পাবে না সে নিয়ে আপনি নিরব কেন বিকাশবাবু ?এটাই আপনার নয়া মার্ক্সবাদের নয়া থিয়োরি । আর কয়েক বছর পর আপনি সাংসদও থাকবেন না , তবে আপনার এই দ্বিচারিতা বাংলার মানুষের মনে থাকবে ।

আপনাদের মতো  বামপন্থীদের জন্যই আজ বিধানসভায় বামেরা শুন্য হয়েছে । অপরাধ নেবেন না, মহামান্য আইনজীবী বিকাশবাবু । আমার বক্তব্যটা পড়বেন মন দিয়ে আর আত্মসমালোচনা করে ভাবুন মমতার অন্ধ বিরোধিতা করতে গিয়ে এই বাংলায় আপনারাই সাম্প্রদায়িক শক্তিকে ডেকে এনেছেন । রাজীবের অন্ধ বিরোধিতা করতে গিয়ে যেমন দিল্লিতে বিজেপিকে বসিয়েছেন, আর আপনারা মোমবাতির আলো দেখিয়ে সাম্প্রদায়িক শক্তিকে এনে নিজেরাই ভারত থেকে মুছে যেতে বসেছেন । কেন ? ভাবুন আর সোমবার ১৭ মে-র আপনার বক্তব্যকে মিলিয়ে দেখুন । আর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলার মানুষ কী বলছে শুনুন । বাংলার জনরব বাংলার মানুষের অভিব্যক্তিকেই আপনার কাছে খোলা চিঠির মাধ্যমে তুলে ধরল। ভাল থাকবেন । সুস্থ থাকবেন । করোনা পরিস্থিতিতে গ্রেফতারি সিবিআই এড়িয়ে যেতে পারত কিনা সেটা আপনি বিচার করে দেখতে পারেন । অন্তত সাংবাদিকদের কাছে আপনি বলতেই পারতেন করোনার সময় এই গ্রেফতারি এড়িয়ে গেলে সিবিআই ভাল করত । কারণ দেরি তো হয়েছে , আর একটু হলে ক্ষতি কি ? তা না করে দিলীপ-শমীকদের ভাষাতেই আপনিও কথা বললেন । আর এই ভাষাতেই কয়েক মাস আগেও বিকাশবাবু আপনার বন্ধু আবদুল মান্নান -আপনার দলের নেতা সুজন চক্রবর্তীও কথা বলতেন , জনতার আদালতে আজ তাঁরা কোথায় বিকাশবাবু ? নমস্কার । আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন।  ধন্যবাদান্তে -সেখ ইবাদুল ইসলাম ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen + 7 =