বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

অভিনেতা গোলাম গাউসের শোকসভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদদাতা: গত ২৪ ফেব্রুয়ারি শিয়ালদহ কলকাতা সূর্যসেন স্ট্রিটে কৃষ্ণপদ ঘোষ মেমরিয়াল ভবনে অকাল প্রয়াত অভিনেতা গোলাম গাউসের এক স্মরণসভা আয়োজন করেছিল ইদানীং নাট্যগোষ্ঠী। উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নাট্যগোষ্ঠীর সহ সভাপতি তথা অভিনেতা শ্রীযুক্ত গাউস অকস্মাৎ হৃদস্পন্দন বন্ধ হলে মৃত্যুবরণ করেন। এদিন নাট্যগোষ্ঠীর প্রাণপুরুষ নাট্যকার লেখক জয়ন্ত রসিকের সঞ্চালনায় ভাবগম্ভীর স্মরণানুষ্ঠানে উদ্যেশ্য ব্যাখ্যার আগে প্রয়াত গোলাম গাউসের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্ট লেখক ও সমাজ সেবক তাপস চট্টোপাধ্যায়, কবি মানিক দে,অভিনেতা সুখেন্দু ভট্টাচার্য ও সংস্থার সভাপতি অভিনেত্রী সবিতা বেগম।

এরপর বিশিষ্ট সঙ্গীত শিল্পী ড. মনীষা চক্রবর্তীর পরিবেশিত উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হওয়া আনুষ্ঠানিক শোকসভায় কথায়, কবিতায়, গানে প্রয়াতের গুণমুগ্ধরা একে একে স্মৃতি তর্পণ ও শোক জ্ঞাপন করেন কবি মহ.আল্লারাখা, ড. মনোরমা পোল্যে, চিত্র নির্মাতা রাজ সেনগুপ্ত, নিপা চক্রবর্তী,অনামিকা চারনিক, অমিত মিত্র, প্রশান্ত দাস(বাউল), প্রলয় শঙ্কর দাশগুপ্ত, পাপিয়া কুন্ডু সমাদ্দার, মায়া দাস, শর্মিষ্ঠা মাজি, শ্যামাপদ কর্মকার, চন্দ্রানী কর্মকার,বদরুদ্দোজা হারুন,অদৃশ্য নাথ, গল্পকার সেখ আব্দুল মান্নান প্রমুখ।

Advertisement

এদিন শিল্পী মনীষা চক্রবর্তীর গান দিয়েই ভাবগম্ভীর অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

ছবি ক্যাপশন :প্রয়াত অভিনেতা গোলাম গাউসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন গল্পকার তথা বাংলার জনরবের সাহিত্য সম্পাদক সেখ আব্দুল মান্নান। পাশে রয়েছেন নাট্যকার জয়ন্ত রসিক ও শিল্পী নিপা চক্রবর্তী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + 5 =