কলকাতা 

মমতার অনুপ্রেরনায় শুভেন্দুর হাত ধরে কলকাতায় ফের চালু হচ্ছে দোতলা বাস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক :  বেশ কিছু বছর আগেও কলকাতায় লাল রঙের দোতলা বাস দেখা যেত। ১৯৮৫ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার কয়েকশো দোতলা বাস কিনলেও শেষ পর্যন্ত রাস্তায় নামায়নি । সেগুলি ডিপোতে পড়েছিল । তারপর আস্তে আস্তে কলকাতার রাস্তা থেকে দোতলা বাস বিদায় নিয়েছে। কিন্ত মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্টা হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে লন্ডন করার কথা বলেছিলেন। আর কলকাতাকে লন্ডন করতে হলে তো চাই দোতলা বাস । তাই সাবেক পরিবহন মন্ত্রী মদন মিত্র প্রথম উদ্যোগ নেন কলকাতার রাজপথে দোতলা বাস ফের চালু করার । কিন্ত তিনি সেই কাজ করে যেতে পারেননি। তাঁর উত্তরসুরি শুভেন্দু অধিকারী এবার কলকাতায় দোতলা বাস চালু করতে চলেছেন।মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ উদ্যোগে কলকাতায় আবার ঐতিহ্যবাহী দোতলা বাস চালু হতে চলেছে । আজ বিধানসভা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এই সুসংবাদ জানিয়েছেন ।

জানা গেছে এখন রাজারহাট-নিউটাউন এলাকায় এই বাস নামানো হবে । দোতলা বাসের পরিকাঠামো ঠিক করার জন্য পরিবহন সচিব লন্ডন গিয়েছিলেন। পরে সমগ্র কলকাতা জুড়ে দোতলা বাস পরিষেবা চালু করা হবে । এছাড়া পশ্চিমবঙ্গ সরকার পর্যটনেও দোতলা বাস চালু করা সিদ্ধান্ত নিয়েছে ।

Advertisement

উল্লেখ্য, ১৯২৬ সালে কলকাতার শ্যামবাজার থেকে কালীঘাট  পর্যন্ত প্রথম দোতলা বাস চালু করেছিল ব্রিটিশরা। ১৯৯৫ সালে দোতলা বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। এখন ফের নতুন করে বাস কিনে পরিষেবা চালু করা হচ্ছে। ফিরিয়ে আনা হচ্ছে সাদা-কালো কলকাতার নস্টালজিয়ার সেই দিন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 11 =