দেশ 

করোনা :  “যথেষ্ট পরিমাণে নমুনা পরীক্ষা হচ্ছে না” অভিযোগ রাহুলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ৫ এপ্রিল রাত ৯টায় সমগ্র ভারতবাসী আলো বন্ধ করে ৯ মিনিটের জন্য মোমবাতি কিংবা প্রদীপ কিংবা মোবাইল ফ্ল্যাস লাইট জ্বালানোর যে আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন তার তীব্র সমালোচনা করেছেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও সাংসদ রাহুল গান্ধী । তিনি আজ এক টুইট বার্তায় বলেছেন ,  “যথেষ্ট পরিমাণে নমুনা পরীক্ষা হচ্ছে না”।

টুইটে তাঁর  কটাক্ষ, “হাততালি দিয়ে, আকাশে টর্চের আলো ফেলে সমস্যার সমাধান হবে না। সংক্রমণ প্রতিরোধে ভারতে যথেষ্ট পরিমাণে নমুনা পরীক্ষা হচ্ছে না। প্রতি লক্ষে ২৯ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সেখানে পাকিস্তানে প্রতি লক্ষে ৬৭ জনের আর দক্ষিণ কোরিয়ায় প্রতি লক্ষে ৭ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।” তাঁর দাবির স্বপক্ষে এক তালিকা টুইটারে শেয়ার করেছেন রাহুল গান্ধি। সেই তথ্য উল্লেখ করে কংগ্রেস সাংসদের প্রশ্ন, “এত কম পরীক্ষা কেন করা হচ্ছে? কারণ প্রধানমন্ত্রী  এসব পাত্তা দেন না।” ইতিমধ্যে জানা গিয়েছে, দেশে করোনা সংক্রমণে (Corona) মৃত্যু হয়েছে ৬৮ জনের। সংক্রমিতের সংখ্যা ২,৯০০ ছাড়িয়েছে।

Advertisement

দেখুন রাহুল গান্ধির সেই টুইট:

Rahul Gandhi

@RahulGandhi

India is simply not testing enough to fight the virus.

Making people clap & shining torches in the sky isn’t going to solve the problem.

View image on Twitter
s

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + seven =