কলকাতা 

দূরদর্শনের মাধ্যমে রাজ্যের পড়ুয়াদের ক্লাস করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই বাতিল ! কেন বাতিল করলেন পার্থ জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর । ২৪ ঘন্টার মধ্যে তার পরিবর্তন ঘটে গেল । আসলে পরিকল্পনা না করে আবেগের বশে সিদ্ধান্ত হলে যা হয় তারই পরিনতি হল ।  শুক্রবার সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ৭ থেকে ১৩ এপ্রিল প্রতি দিন বিকেল ৪টে থেকে ৫টা দূরদর্শনে, ডিডি বাংলা চ্যানেলে এই ‘শ্রেণিকক্ষ শিক্ষা’ চলবে। ‘ভার্চুয়াল ক্লাসরুম’-এ যে ভাবে পঠনপাঠন চলে, সেই ভাবেই শিক্ষাদানের ব্যবস্থা করা হচ্ছে।

আর শনিবার তিনি বলেন, “বিভিন্ন মহল থেকে যা খবর পাচ্ছি, তারই ভিত্তি ওই সময় ক্লাসের নেওয়ার সমস্যা হচ্ছে। অভিভাবকেরা যে সময় চাইছেন, শিক্ষকেরা যে সময় চাইছেন, তার সঙ্গে সামঞ্জস্য রাখা যাচ্ছে না। এই অবস্থায় দূরদর্শনে যে স্লট নিয়ে পড়াশোনর চালানোর কথা ভাবছিলাম, তা স্থগিত রাখলাম। তবে বাংলার শিক্ষা পোর্টাল অথবা অন্যান্য যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বহাল থাকবে।”

Advertisement

শিক্ষামন্ত্রী শুক্রবার জানিয়েছিলেন, প্রাক্‌-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদেরও ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক’ দেওয়া হবে। ৬ এপ্রিল থেকে বাংলা শিক্ষা পোর্টালে (https://banglarshiksha.gov.in) বা এডুকেশন হেল্পলাইনে (১৮০০১০২৮০১৪) ফোন করে সব শ্রেণির জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাওয়া যাবে। শিক্ষকেরা প্রয়োজনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবর্তন করে এসএমএস, ফোন বা হোয়াটসঅ্যাপে পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে পারেন। কোনও অবস্থাতেই ছাত্রছাত্রীদের বাড়ির বাইরে বেরোতে হবে না।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × one =