আন্তর্জাতিক 

নভেল করোনাভাইরাস মানুষের গবেষণাগারে তৈরি হয়নি , এটা প্রাকৃতিকভাবেই জন্ম হয়েছে দাবি গবেষকদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নভেল করোনাভাইরাস সমগ্র বিশ্বে ত্রাসে পরিণত হয়েছে । এই ভাইরাস নিয়ে মতবিরোধ চলছে । কয়েক দিন আগে এক মার্কিন গবেষক দাবি করেছিলেন যে , চীন মারণাস্ত্র বানাতে গিয়েই করোনাভাইরাসের জন্ম হয়েছে । আমেরিকার প্রেসিডেন্ট আবার একে চীনা ভাইরাস বলছেন । কিন্ত নিরপেক্ষ গবেষণায় প্রমাণ হয়েছে করোনাভাইরাস মানুষের সৃস্টি নয় ।গবেষকরা বলছেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস কোনও ‘গবেষণাগারে তৈরি হয়নি’। একেবারেই প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমেই ভাইরাসটি তৈরি হয়েছে বলে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।এই প্রতিবেদন রোগটির উৎপত্তির বিষয়ে সব ধরনের ষড়যন্ত্র তত্ত্বকে নাকচ করে দিয়েছে।

ডিসেম্বরের শেষে চিনের উহান শহরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল। এরপর থেকে এটি দ্রুতগতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এখন বিশ্বের প্রায় ১৭০টি দেশের দুই লাখেরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত। প্রায় নয় হাজার লোক এর সংক্রমণে তৈরি হওয়া রোগে মারা গিয়েছে। কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাদুর্ভাবের পাশাপাশি শঙ্কা ও ভুল তথ্যও বিশ্বজুড়ে ডালপালা মেলেছে। মহামারির পাশাপাশি বিশ্বকে ‘তথ্যের মহামারির’ বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।

Advertisement

নতুন গবেষণায়, যার ফলাফল নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে, গবেষকরা করোনাভারাসটির জেনোম সিক্যুয়েন্স বিশ্লেষণ করেছেন আর এটি যে মানুষ তৈরি করেনি, প্রাকৃতিকভাবে উদ্ভব হয়েছে সে বিষয়ে জোরালো প্রমাণ পেয়েছেন। সম্ভবত ভাইরাসটি একটি বাদুর বা একটি বনরুই জাতীয় পিঁপড়াভুক প্রাণী থেকে ছড়িয়েছে বলে ধারণা পেয়েছেন তারা।

গবেষণা প্রতিবেদনটির সিদ্ধান্তে বলা হয়েছে, “আমাদের বিশ্লেষণ পরিষ্কারভাবে দেখিয়েছে, সার্স-কভ-টু গবেষণাগারে তৈরি করা হয়নি বা উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করা ভাইরাস নয়।” গবেষক দল ভাইরাসটির ‘স্পর্শ তন্তুর’ দুটি প্রোটিন উপাদান বিশ্লেষণ করেছেন। ভাইরাসটি মানুষ অথবা প্রাণি কোষের সঙ্গে সংযুক্ত হতে ও তার দখল নিতে এই স্পর্শ তন্তুগুলোই ব্যবহার করে। তারা দেখেছেন, ওই প্রোটিনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য মানুষের কোষের সঙ্গে মেলবন্ধন ঘটাতে এতোটাই সক্ষম যে এটি প্রাকৃতিক নির্বাচনের ফল ছাড়া অন্য কিছু হতে পারে না, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটি তৈরি হয়নি।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × four =