দেশ 

দিল্লির নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পরেই দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের , দেশজুড়ে আন্দোলনের পথে বিরোধীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর অস্বাভাবিক হারে রান্নার গ্যাসের দাম বাড়াল কেন্দ্র। মোদী সরকারের এই সিদ্ধান্তে দেশজুড়ে ক্ষোভের আঁচ পড়েছে । দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের। আজ, বুধবার থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। দিল্লি, মুম্বইয়ে সিলিন্ডার পিছু গ্যাসের দাম বাড়ছে যথাক্রমে ১৪৪.৫০ এবং ১৪৫ টাকা। অন্য দিকে, কলকাতা ও চেন্নাইয়ে বাড়ছে ১৪৯ ও ১৪৭ টাকা। এই নিয়ে টানা ছ’বার দাম বাড়ল গ্যাসের। ২০১৯-এর জুলাইয়ে শেষ বার কমেছিল ভর্তুকিহীন গ্যাসের দাম।

মঙ্গলবার পর্যন্ত দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল যথাক্রমে ৭১৪, ৭৪৭, ৬৮৪.৫০ এবং ৭৩৪ টাকা। গত অগস্ট থেকে দিল্লি ও মুম্বই ও কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৮৪ , ২৮৩ ও ২৮৯ টাকা। পাশাপাশি, এ মাসের শুরুতেই দাম বেড়েছে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারেরও।

Advertisement

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রতি মাসে গ্যাসের দাম খতিয়ে দেখে পেট্রোলিয়াম সংস্থাগুলি। বর্তমানে পরিবার পিছু বছরে ১২টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দেয় সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভর্তুকি বাড়িয়ে দেয় সরকার। আবার দাম কমলে কমে যায় ভর্তুকি। এদিকে, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী সব কটি দলই গ্যাসের দাম বৃদ্দির সমালোচনা করেছে । আগামী দিনে এই ইস্যুতে আন্দোলনের পথে যাবে বিরোধীরা ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − 9 =