কলকাতা 

 তিন আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ এর এসটিএএফ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : তিন আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ এর এসটিএএফ । সোমবার সন্ধ্যায় সার্ভে পার্ক থানা এলাকার অজয়নগর ইএম বাইপাস ক্রসিং থেকে তিনজনকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা। ধৃত ৩ জনের মধ্যে মোঃ আমির খান ও মোঃ নাজির হোসেন মনিপুরের বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে বিহারের বাসিন্দা জলেশ্বর ওরফে অরুণকুমার নামে অপর মাদক পাচারকারীকে । এই তিনজন মাদক পাচারকারী একটি মারুতি ভ্যান করে বিপুল পরিমাণ মাদক পাচার করছিল বলে পুলিশ সূত্রে খবর॥ ধৃত মোঃ নাজির হোসেন গাড়ির ড্রাইভার।

গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক আম্ফেটামাইনস বা ইয়াবা। প্রায় ১৪ কেজি ইয়াবা উদ্ধার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। প্রায় ১লাখ ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট পাচার করছিল আন্তঃরাজ্য মাদক পাচারকারীরা গাড়ির দরজার প্যানেলের মধ্যে লুকানো ছিল এই বিপুল পরিমাণ মাদক বাজার মূল্য ৩.৫ কোটি টাকা বলে পুলিশ সূত্রে খবর । আন্তঃরাজ্য পাচারকারী কোথা কোথায় মাদক পাচার করত এবং কোথায় তারা ঘাঁটি গেড়েছিল তা তদন্ত শুরু করেছেনএসটিএফ এর গোয়েন্দারা।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 3 =