দেশ 

সাম্প্রদায়িক মন্তব্যের জেরে বিজেপি প্রার্থী কপিল মিশ্র ৪৮ ঘন্টা প্রচার করতে পারবেন না নির্দেশ নির্বাচন কমিশনের , ‘‘আমি আমার মন্তব্যও প্রত্যাহার করব না” দাবি কপিল মিশ্রের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিল্লির সাহিন বাগকে মিনি পাকিস্থানের সঙ্গে তুলনা করে টুইট করেছিলেন বিজেপির প্রার্থী কপিল মিশ্র । তাঁর টুইটে ছিল সাম্প্রদায়িক প্রচার এই অভিযোগ পাওয়ার পর জাতীয় নির্বাচন কমিশন কপিল মিশ্রের নির্বাচনী প্রচারের উপর ৪৮ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করেছে । বিজেপির মডেল টাউন কেন্দ্রের ওই প্রার্থীর বিরুদ্ধে মূল অভিযোগ, টুইটে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ান তিনি। শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে , শুক্রবার নির্বাচন কমিশন কপিল মিশ্রার একটা টুইটে আপত্তি তুলেছিল। সেই টুইটে দিল্লিকে ‘মিনি পাকিস্তান’ বলে তুলনা করেন এই নেতা। একেই “ধর্মীয় বিশ্বাসে আঘাত” বলে উল্লেখ করেছিল কমিশন। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছিল।

এদিকে এই টুইট প্রসঙ্গে নির্বাচন কমিশন বলেছে, “নির্বাচন বিধিতে ধর্মীয় বিশ্বাস রক্ষার যে ধারা, তাকে লঙ্ঘন করেছে ওই টুইট। পাশাপাশি ধর্মীয় বিভেদকে উস্কে দিয়েছে ওই টুইট।” যদিও কমিশনের থেকে শো-কজ পেয়েও নিজের সিদ্ধান্তে অটল কপিল মিশ্র। তিনি বলেন, “আমি মনে করি না ভুল কিছু বলেছি। এ দেশে সত্যি বলা অপরাধ না। আমি সেটাই বলেছি। আমি আমার মন্তব্যও প্রত্যাহার করব না।”

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ