দেশ 

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার বিধানসভায় প্রস্তাব পাশ করতে চলেছে রাজস্থানের কংগ্রেস সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেরল, পঞ্জাবের পর রাজস্থান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারাও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করাবে । আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজস্থানে উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট বলেছেন , নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিধানসভায় একটি প্রস্তাব পাশ করা হবে । দু একদিনের মধ্যে বিধানসভার বিশেষ অধিবেশনে এই প্রস্তাবা পাশ করা হবে । এদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , আগামী সোমবার ২৭ জানুয়ারি রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ করা হবে । জানা গেছে , সরকারের আনা এই প্রস্তাবে বাম-কংগ্রেস দুজনই সমর্থন জানাতে পারে ।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদ-আন্দোলন বিক্ষোভ কর্মসূচি চলছে । এই পরিস্থিতিতে বিরোধী দলগুলিও তাদের অবস্থান স্পষ্ট করছে । সবার প্রথম দেশের একমাত্র বাম-শাসিত রাজ্য কেরল সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় পাশ করেছে । একই তারা এই আইন অসাংবিধানিক বলে দাবি করে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে । অন্যদিকে , পঞ্জাবের কংগ্রেস সরকার এই প্রস্তাব বিধানসভায় পাশ করিয়েছে । রাজস্থানও করবে , পশ্চিমবঙ্গ করবে । এরপর আশা করা হচ্ছে দেশের একাধিক অবিজেপি সরকার এই প্রস্তাব বিধানসভায় পাশ করাবে । ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দিক থেকে এর যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × four =