দেশ 

সোস্যাল মিডিয়ায় স্ত্রীর জনপ্রিয়তা সহ্য করতে না পেরে খুন করল স্বামী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সোস্যাল মিডিয়ার যুগে আজকের দিনে প্রায়ই সবাই আসক্ত হয়ে পড়েছে । এটা যুগের দাবি । কিন্ত সোস্যাল মিডিয়ায় স্ত্রীর অসম্ভব জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে স্বামী খুন করে বসল । এই হাড়হিম করা ঘটনা ঘটেছে রাজস্থানে। সমগ্র দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া । ঘটনার বিবরণে জানা গেছে ,২৫ বছরের আয়াজ আহমেদ কাজ করেন অনলাইড ফুড কোম্পানির ডেলিভারি বয় হিসাবে। তাঁর স্ত্রী ২২ বছরের রেশমা মাগলানি। দুবছর আগে একই সংস্থায় কাজ করতেন তাঁরা। সে সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন বাড়ি থেকে পালিয়ে আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন তাঁরা। তাঁদের তিন মাসের একটি বাচ্চাও রয়েছে। পরে তাঁদের বিয়ে মেনে নেন দুই পরিবারের লোকজন। মুসলিম মতে ফের বিয়ে হয় তাঁদের

পুলিশ জানিয়েছে, রেশমা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ফেসবুকে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় হাজার নিয়মিত নিজেদের জীবনযাত্রার ছবি পোস্টও করতেন তাঁরা কিন্তু সম্প্রতি আয়াজ সন্দেহ করতে থাকেন, অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে স্ত্রীর সেই নিয়ে তাঁদের মধ্যে শুরু হয় ঝামেলা রেশমার ফোন নিয়ে কী বার্তা চালাচালি হচ্ছে তাও দেখতে চাইতেন আয়াজ এই ঝামেলার জেরে বাপের বাড়ি ফিরে যান রেশমা

Advertisement

গত রবিবার রেশমাকে বাড়ি ফিরিয়ে আনতে যান আয়াজ মতানৈক্য দূর করা এক সঙ্গে বসে বিয়ার খাওয়ার অছিলায় তাঁকে বাড়ি আসার কথা জানান তার পর স্কুটি করে স্ত্রীকে জয়রাইডে নিয়ে যান তিনি পথেই ভারী পাথর দিয়ে রেশমার মুখ থেঁতলে দেয় সে তার পর শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যান

পরের দিন রেশমার দেহ খুঁজে পায় পুলিশ। এর পরই গ্রেফতার করা হয় আয়াজকে। পুলিশ জানিয়েছে, আয়াজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ২০১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + seven =