কলকাতা 

দক্ষিণপন্থী রোগীদের বিরুদ্ধে জনৈক সরকারি চিকিৎসকের জেহাদ ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদে সরব সার্ভিস ডক্টরস ফোরাম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

স্মৃতি সামন্ত : সম্প্রতি রাজ্যের অত্যন্ত নামী সরকারি হাসপাতালের জনৈক সরকারি চিকিৎসক এবং রাজ্য সরকারের স্বাস্থ্য বিষয়ক উচ্চতম বিভিন্ন কমিটির একজন কর্মকর্তা সরকারি হাসপাতালের মধ্যেই যেভাবে এক শ্রেনীর রোগীকে প্রত্যাখ্যান করেছেন তা মেডিকেল এথিক্সের পরিপন্থী। কোনো চিকিৎসকই রোগীর জাতি, ভাষা,ধর্ম বর্ন,অর্থনৈতীক অবস্থা বা সামাজিক অবস্থান অনুযায়ী রোগীর চিকিৎসা বা রোগী বাছাই করতে পারেন না। তাহলে তা হবে মেডিকেল এথিক্সের বিরোধী। এই ঘটনার তীব্র প্রতিবাদ করল সার্ভিস ডক্টরস ফোরাম। সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় এর প্রতিবাদ জানাচ্ছি। এবং রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যথপোযুক্ত ব্যবস্থা নিতে যাতে সরকারি হাসপাতাল সহ কোথাও কোনো চিকিৎসক রোগী বাছাইয়ে এধরনের কোনো বিভেদ না ঘটাতে পারে।
কোনো রাজ্য সরকার মানুষের উন্নত আধুনিক নির্ভরঘোগ্য এবং উপযোগী চিকিৎসা কেন্দ্র তৈরি করতে না পারলে সে রাজ্যের মানুষতো বাইরে কোনো নির্ভরযোগ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের সন্ধানে যাবেই, সেখানে তাদের দোষ কোথায়? রাজ্যের চিকিৎসক সমাজের বিশেষত সরকারি অতি উচ্চ পদে আসীন একজন চিকিৎসকের তো সবার আগে দায়িত্ব ছিল উন্নত পরিকাঠামো যুক্ত এবং উপযুক্ত পরিবেশ সম্পন্ন চিকিৎসা কেন্দ্র তৈরি করতে সরকারকে বাধ্য করা। সেজন্য প্রয়োজনে প্লাকার্ড ধরা বা প্রয়োজনীয় আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করা যাতে সরকার পশ্চিমবঙ্গেও উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে বাধ্য হয়। তা না করে রোগীদের মধ্যে বিভাজন ঘটিয়ে তিনি যে গর্হিত কাজ করেছেন, সরকারের উচিৎ তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।

ছবি : ফাইল চিত্র।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × two =