কলকাতা 

‘‘প্রধানমন্ত্রী আসবেন, অথচ বাংলার মানুষ বিক্ষোভ দেখাবেন না, তা হয় নাকি ! কলকাতায় এলে প্রধানমন্ত্রী বুঝবেন, কলকাতা মানে কী!’’ : সুজন চক্রবর্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী ১১ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ওই দিন প্রধানমন্ত্রীকে কলকাতার বুকে বুঝিয়ে দেবে সিপিএম । আজ এই ভাষাতেই সাংবাদিকদের বললেন সুজন চক্রবর্তী ।

তিনি বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী আসবেন, অথচ বাংলার মানুষ বিক্ষোভ দেখাবেন না, তা হয় নাকি!’’ মোদীর উদ্দেশে সুজনের হুঁশিয়ারি, ‘‘কলকাতায় এলে প্রধানমন্ত্রী বুঝবেন, কলকাতা মানে কী!’’ সে প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিয়েছেন যাদবপুরের সিপিএম বিধায়ক। তাঁর প্রশ্ন, ‘‘অসমে বিজেপির সরকার থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী এখন অসমে যাওয়ার সাহস দেখালেন না। পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার সাহস পাচ্ছেন কী করে?’’

Advertisement

জানা গেছে ওই দিন সিপিএমের পক্ষ থেকে বিমানবন্দরেই প্রধানমন্ত্রী কালো পতাকা দেখানো হতে পারে । সেই সমগ্র কলকাতা জুড়ে চলবে বিক্ষোভ কর্মসূচি । এছাড়া বেশ কয়েকটি মুসলিম সংগঠনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর কনভয় আটকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 7 =