কলকাতা 

সিপি জোশীকে অব্যাহতি, বাংলায় কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে গৌরব গগৈ

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে প্রদেশ কংগ্রেসের করুণ অবস্থা দেখে নিজেদের সংশোধনের পথে পা বাড়াল কংগ্রেস হাইকমান্ড। পশ্চিমবঙ্গ কংগ্রেসের দায়িত্বে নতুন মুখ এনে নেতাকর্মীদের চাঙ্গা করতে উদ্যোগী হয়েছেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী। রবিবার ছুটির দিনেই বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক পদে বড়সড় রদবদল ঘটানো হয়েছে কংগ্রেসের তরফে। প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সিপি জোশীকে অব্যাহতি দিয়ে তরুণ মুখ গৌরব গগৈকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর শীঘ্রই নিজের দায়িত্ব কাঁধে তুলে নেবেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব গগৈ।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও আন্দামান-নিকোবর দীপপুঞ্জের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন সিপি জোশী। জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক গেহলট এক প্রেস বিবৃতি  দিয়ে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে জোশীকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ জোশীর পরিবর্তে আনা হচ্ছে তরুণ গগৈয়ের পুত্র গৌরবকে৷
এদিকে দীর্ঘদিন পর দলে নতুন মুখে উঠে আসায় খুশির জোয়ারে ভাসছেন প্রদেশ কংগ্রেসের নেতারা। দলীয় সূত্রে খবর, রাজ্যের পর্যবেক্ষক জোশীকে নিয়ে দলের অন্দরে চূড়ান্ত ক্ষোভ ছিল৷ অনেক সময় তাঁকে ফোনে পাওয়া যেত না বলে অভিযোগ। এছাড়া তিনি পর্যবেক্ষণ থাকাকালীন রাজ্যে যে নির্বাচন হয়েছে তাতে সন্তোষজনক ফলাফল করতে পারেনি প্রদেশ কংগ্রেস। এতেও জোশীর প্রতি অসন্তুষ্ট ছিল জাতীয় কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের ভরাডুবির কারণেই জোসীকে পর্যবেক্ষকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনেতিক মহল। প্রদেশ কংগ্রেস
নেতাদের আশা, তরুণ তুর্কিতেই চাঙ্গা হবে দল৷ ফিরবে কংগ্রেসের গৌরব!

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 − 1 =