দেশ প্রচ্ছদ 

বিহারের নীতিশ কুমার বিজেপির সঙ্গ ছাড়ছেন,আবার লালু নীতিশ কংগ্রেস জোটের পথে?

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধিঃ বিহারের বিজেপি  সমর্থিত জোট সরকারের  ‍মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মোদী সরকারের চার বছরপূর্তিতে মোদীর বিরুদ্ধেই মুখ খুললেন।তিনি বলেছেন, নোট বন্দী করে সাধারন মানুষের লাভ হয়নি। বরং এতে উচ্চবিত্তরা বেশি লাভবান হয়েছেন। তিনি বলেন,আমি নিজে নোট বাতিলকে সমর্থন করেছিলাম। কিন্ত এখন দেখা যাচ্ছে,নোট বাতিলের সিদ্ধান্তটি ভুল। এতে রাস্ট্রের কোন লাভ হয়নি,বরং কিছু ব্যবসায়ী ও উচ্চবিত্তদের লাভ হয়েছে। মোদী সরকারের চার বছর উপলক্ষে সমগ্র দেশ জুড়ে যখন উৎসব পালন করছে বিজেপি ,ঠিক সেই সময় বিজেপির শরীক নীতিশ কুমারের এই মন্তব্য দেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। তাহলে কী নীতিশ-মোদীর মধুচন্দ্রিমা শেষ হয়ে গেল। লোকসভা ভোটের আগেই বিহারের বিজেপি জোট সরকার ভাঙছে!

সম্প্রতি,লালুপ্রসাদের ছেলের বিয়েতে গিয়ে যেভাবে লালুকে জড়িয়ে ধরেছেন এবং লালুর পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন নীতিশ কুমার তা থেকে স্পষ্ট বিহারে রাজনৈতিক পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা মাত্র। আর মোদী সরকারের চার বছরের দিনে নীতিশ যেভাবে মোদীর একটা মিশনকে দেশের উন্নয়নের পরিপন্থী বলে মন্তব্য করেছেন তাতে স্পষ্ট নীতিশ বিজেপির সঙ্গে দুরত্ব তৈরি করতে চাইছেন। উল্লেখ্য বিহারে লালুপ্রসাদের আরজেডি,জনতা দল ইউনাইটেড ও কংগ্রেস জোট করে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল। আর এই লড়াইয়ে বিজেপিকে পরাস্ত করে নীতিশ কুমারের নেতৃত্বে জোট সরকার গঠিত হয়। কিন্ত গত বছর হঠাৎ নীতিশ কুমার জোট ভেঙে দিয়ে বিজেপিকে নিয়ে নতুন সরকার গঠন করেন। কিন্ত কর্নাটক কান্ডের পর বিহারের একক বৃহত্তম দল হিসেবে আরজেডি সরকারের গঠনের দাবি জানিয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে নীতিশের মোদী বিরোধী মন্তব্য জোট সরকার ভাঙার ইঙ্গিত বহন করছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

Advertisement

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten − three =