কলকাতা 

২০১৯-এ ৪২টিই আসন পাবে তৃণমূল,বিজেপি নেতারা চোখের জল মুছে বিদায় হবেঃঅভিষেক

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির ভারত থেকে বিদায় নেওয়ার সময় শুরু হয়ে গেছে। কর্ণাটক থেকে এদের পতন শুরু হয়েছে। কর্ণাটকে খুঁটি পুজো হয়েছে এরপর সপ্তমী,অষ্টমী,নবমীর পর হবে বিসর্জন। ২০১৯-র লোকসভা নির্বাচনে বাংলা থেকে তো বটেই দেশ থেকে বিদায় হবে বিজেপি। আজ কলকাতায় তৃণমূল কংগ্রেসের ডাকে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহামিছিলের হয়। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন। তিনি রীতিমত চ্যালেঞ্জ নিয়ে বলেন,এ বাংলার ৪২টি লোকসভার আসন আছে এর সব গুলিই তৃণমূল কংগ্রেস পাবে।এদিন বিজেপি-র রাজ্য সভাপতিকে ব্যঙ্গ করে অভিষেক বলেন,বিজেপি নেতারা এখন গলায় গামছা ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন,২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর ওই গামছা দিয়ে চোখের জল মুছে বাংলা থেকে বিদায় নেবেন।

তিনি বলেন,তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আঞ্চলিক দলগুলি জোট বেধে লোকসভা নির্বাচনে লড়াই করবে। বিজেপি-র কত দম আছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বকে চ্যালেঞ্জ করে লড়াই করে দেখাক। মোদীজি ক্ষমতায় আসার সময় দেশের মানুষকে আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে ছিল,সেই আচ্ছা দিন আর আসেনি। তিনি এদিন বলেন,৩০০০ কোটি টাকার সারদা মামলায় যদি মদন মিত্রকে জেলে পাঠানো হয়,তাহলে নীরব মোদীর ৩০০০০কোটি টাকার কেলেংকারিতে বিজেপির নেতারা কেন জেলে যাবেন না। তিনি এদিন মুকুল রায়কেও কটাক্ষ করেন। এদিনের মহামিছিলে ভাল জনসমাগম হয়েছিল।

Advertisement

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − 3 =