দেশ 

জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখুন , গুজবে কান দেবেন না আবেদন রাজ্যপাল সত্যপাল মালিকের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সেনাবাহিনী সাধারন রুটিন রোটেশন । এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যেই জম্মু-কাশ্মীরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে । এর বাইরে অন্য কোনো কারণ নেই । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমন বার্তা দেওয়া হয়েছিল তা সত্ত্বে আশংকা কালো মেঘ দেখা দিচ্ছিল উপত্যকায় ।

এদিকে আজ সকাল থেকেই কাশ্মীরের রাজনৈতিক দলগুলির মধ্যে আশংকা দেখা দেয় যে রাজ্যে হয়তো ৩৫এ কিংবা ৩৭০ ধারা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে । এই উদ্বেগ থেকে আজ সকালেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন মেহবুবা মুফতি , শাহ ফয়জল , সাজ্জাদ লোন ও ইমরান আনসারি সহ বেশ কয়েকজন নেতা । অন্যদিকে বিকেলে দেখা করেন ওমর আবদুল্লাহ । এরপরেই রাজ্যপাল সত্যপাল মালিক এক বিবৃতি জারি করে বলেন, নিরাপত্তাজনিত পদক্ষেপের সঙ্গে বেশ কয়েকটি কারণ জড়িয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কাশ্মীরে। এটা স্রেফ নিরাপত্তাজনিত বিষয়। এর সঙ্গে অন্য কোনও কারণের সম্পর্ক নেই।”

Advertisement

ন্যাশনাল কনাফারেন্স নেতা ওমর আবদুল্লাহ রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বলেন , রাজ্যপাল কথা দিয়েছেন । এটা করা হচ্ছে রাজ্যে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠ করার জন্য এবং রুটিন মাফিক সেনা মোতায়েন করা হয়েছে । এর বাইরে কোনো কারণ নেই ।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই ১০ হাজার সেনা কাশ্মীরে মোতায়েন করার পর থেকেই উদ্বেগটা বাড়ছিল রাজ্যবাসীর মধ্যে। জল্পনা শুরু হয়ে গিয়েছিল তা হলে কি এ বার ৩৫এ এবং ৩৭০ ধারা নিয়ে কোনও বড়সড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। সেই উদ্বেগটা এক ধাক্কায় আরও বেড়ে যায় কাশ্মীরে স্থলসেনা ও বায়ুসেনাকে সতর্কবার্তা পাঠানোর পর। কাশ্মীরবাসীদের বিভ্রান্তি দূর করতে আসরে নামে কেন্দ্র। বার্তা দেওয়া হয়, অহেতুক আতঙ্কিত হবেন না।

এ দিকে, শুক্রবারই অমরনাথ যাত্রাপথ থেকে ল্যান্ডমাইন ও স্নাইপার রাইফেল উদ্ধার করে সেনা। পাক সেনার সাহায্যে জঙ্গিরা অমরনাথ যাত্রা বানচাল করতে ছক কষছে বলে সেনা সূত্রে জানানো হয়। জঙ্গি হামলার আশঙ্কা ‘প্রবল’ হয়ে ওঠায় পর্যটক ও পুণ্যার্থীদের অবিলম্বে জম্মু-কাশ্মীর ছেড়ে যাওয়ার জন্য ‘অ্যাডভাইজ়রি’ জারি করে রাজ্য প্রশাসন।

এই ‘অ্যাডভাইজরি’ জারি করার পরই কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। জম্মু-কাশ্মীরের সাংবিধানিক অধিকার ভঙ্গ করা চেষ্টা চালানো হচ্ছে বলে তাঁর অভিযোগ। পাশাপাশি তিনি বলেন, “নিজেদের পরিচয় রক্ষা করার জন্য রাজ্যের মানুষের কাছে অবশিষ্ট যা আছে সেটাও ছিনিয়ে নিতে চাইছে নয়াদিল্লি।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 1 =