দেশ 

‘আমার দেশ ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছাই নেই। এখানে আমি জন্মেছি, আর এখানেই আমি মরব।‘: শাবানা আজমি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশ ত্যাগ না করেই এদেশে থেকেই দেশের ভালোর জন্য খামতিগুলোকে তুলে ধরব । যারা রটাচ্ছে আমি দেশ ছেড়ে চলে যাবো তারা মিথ্যা কথা বলছে । ফেক নিউজ পরিবেশন করছে । আমি কোথা্ও যাব না এদেশের মাটিতে আমার জন্ম এখানে থেকেই প্রতিবাদ করে যাব । এ কথা গুলি বলেছেন প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি ।’কুন্তী মাথুর’ পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে যোগ দিয়ে  সরাসরি নাম না করে বিজেপি সরকারকেই বিঁধলেন বলিউডের এই গুণী অভিনেত্রী।
শাবানা প্রশ্ন তোলেন, ‘যদি ভুল না ধরি , তাহলে পরিস্থিতির উন্নতি হবে কী করে?’ এরপরই তিনি বলতে থাকেন ,’দেশের ভালোর জন্য খামতিগুলোকেও তুলে ধরতে হবে। তবে পরিস্থিতি এখন এমনই যদি আপনি সমালোচনা করেন, বিশেষত সরকারকে , তাহলে আপনাকে দেশবিরোধী বলে তকমা দেওয়া হবে। ‘

পাশাপাশি এমন পরিস্থিতিতে হাল না ছাড়ার ডাকও দেন বলিউডের এই নামী অভিনেত্রী। তিনি বলেন, ‘ আমরা গঙ্গা-যুমনার সংস্কৃতিতে জন্মেছি।আমরা এমন পরিস্থিতির কাছে মাথা নোয়াব না। ভারত খুব সুন্দর একটা দেশ। একে ভাঙার চেষ্টা কার কোনও শক্তিই দেশের পক্ষে সঠিক নয়। ‘

Advertisement

এদিন শাবানা ফেক নিউজ শিবিরকেও নিশানায় রাখেন। নিজের বক্তব্যে শাবানা বলেন, ‘আমার দেশ ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছাই নেই। এখানে আমি জন্মেছি, আর এখানেই আমি মরব। ‘ তিনি বলেন যাংরা ভুয়ো খবর রটায় তাঁর ক্ষোভ সেই সমস্ত শিবিরের দিকে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × three =