কলকাতা 

“বাংলায় এখনও অশুভ শক্তি আছে। আমি চাই সেই অশুভ শক্তির বিনাশ হোক” মহাজাতি সদনে রথযাত্রার সূচনা করে মুকল রায়ের বার্তা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তর কলকাতার মহাজাতি সদনের কাছে রামমন্দিরের সামনে থেকে রথযাত্রার সূচনা করেন বিজেপি নেতা মুকুল রায়। রশিতে টান দিয়ে রথের সঙ্গেই পদযাত্রায় শামিল হন রাজ্য বিজেপির নেতারা। রাজ্য রাজনীতিতে বিজেপির প্রভাব যত বাড়ছে, ধর্মীয় অনুষ্ঠানেও তাঁদের অংশগ্রহণ বাড়ছে। কয়েক বছর আগেও যাতে কার্যত একাধিপত্য ছিল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

রাজনৈতিক পট পরবিবর্তনের সঙ্গে সঙ্গে বিজেপি যেমন ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিসর বাড়াচ্ছে, তেমন ভাবেই কমছে তৃণমূলের পরিধি। এদিন রথযাত্রার সূচনা করে  মুকুল রায় বলেন, “বাংলায় এখনও অশুভ শক্তি আছে। আমি চাই সেই অশুভ শক্তির বিনাশ হোক”। মুখ্যমন্ত্রীর মাহেশ রথযাত্রায় উপস্থিত থাকা নিয়ে তিনি বলেন, “এটা ওঁর ব্যাক্তিগত ব্যাপার। আর ওঁর তো হেলিপকপ্টার আছে। তাই ওঁর ইসকন থেকে মাহেশ যেতে কোনও অসুবিধা হয় না, পয়সা খরচা হয় না, সরকারি পয়সাতে যাতায়াত করেন।”

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + sixteen =