কলকাতা 

বিজেপিকে রুখতে বাম-কংগ্রেসকে পাশে চান মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরবে ডেস্ক :  রাজ্যে বিজেপি-র আগ্রাসন রুখতে বাম-কংগ্রেস সব দলের সাহায্য চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

বুধবার বিধানসভায় তিনি বলেন, বিজেপিকে রুখতে সবাইকে একজোট হতে হবে। এই মর্মে তিনি কংগ্রেস ও সিপিএমকেও আহ্বান জানান। বলেন, বিজেপির মতো ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে কংগ্রেস-সিপিএম-টিএমসিকে একত্রিত হতে হবে। রাজ্যে বিজেপির উত্থানে যে তিনি শঙ্কিত তা আবার এদিন প্রমাণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ভোটের পর থেকে ভাটপাড়ায় যে ঘটনা ঘটে চলেছে, তাতে আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, আমি মনে করি আমাদের সকলের বিজেপির বিরুদ্ধে যুদ্ধে একত্রিত হওয়া উচিত। এর অর্থ এই নয় যে আমাদের রাজনৈতিকভাবে হাত মেলাতে হবে। আমাদের রাজনৈতিক আদর্শ আলাদা, সেখানে আদর্শের লড়াই থাকবে। কিন্তু জাতীয় পর্যায়ের মতো এ রাজ্যেও বিভিন্ন ইস্যুতে আমরা একসাথে চলতে পারি।

এদিন মমতা বলেন, কাটমানি ইস্যুতে তিনি কোনও ভুল করেননি। দলীয় কর্মীদের শৃঙ্খলারক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। আমি একথা পার্টি কাউন্সিলরদের অভ্যন্তরীণ সভায় বলেছিলাম। আমি আমার পার্টির কর্মীদের শাসন করতেই পারি, তা কী করে ভুল হবে? আমি আমার দলের কর্মীদের জিজ্ঞাসা করতেই পারি সরকারি পরিকল্পনাগুলির বাস্তবায়ন নিয়ে।

বিজেপির সমালোচনা করে মমতা বলেন, বাংলায় ভিনরাজ্যের সংস্কৃতি আনার চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। সেই কারণেই ভাটপাড়ায় আগুন জ্বলছে। হিংসা ছড়াচ্ছে বিজেপি। অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর লোকসভা আসনে জেতার পরই এই ধরনের ঘটনা ঘটে চলেছে।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 3 =