দেশ 

দেশের প্রতি ছত্রে ছত্রে কংগ্রেসের উন্নয়নের চিহ্ন অটুট। এমনকী মোদী সরকারের কাজের মধ্যেও লুকিয়ে রয়েছে কংগ্রেসের উন্নয়নের চিহ্ন রাষ্ট্রপতির ভাষণের উপর বলতে গিয়ে নরেন্দ্র মোদীর সামনেই সংসদ মাতালেন অধীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  সোমবার সংসদে যে ভাষণ দিলেন অধীর চৌধুরি তা এক কথায় ঐতিহাসিক । রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করতে গিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা ও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি বলেন , কংগ্রেস দেশের স্বাধীনতা সংগ্রামের যে অবদান রেখেছে তা কেউ অস্বীকার করতে পারবেন না ; একইভাবে দেশের উন্নয়নে কংগ্রেসের অবদান সব সময় থাকবে । কংগ্রেসের উন্নয়নের চিহ্ন প্রতিটি স্থানেই পরিলক্ষিত হচ্ছে ।

মোদী সরকারকে টার্গেট করে অধীর বলেন , মোদীবাবু তো লেখাচুরি কংগ্রেসের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নিজের নামে চালাতে চেষ্টা করছে । তিনি বলেন
প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনঔষধি যোজনা, অটল পেনশন যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন, স্কিল ইন্ডিয়া মিশন-সহ একাধিক প্রকল্প কংগ্রেসের জমানায় চালু ছিল বলে দাবি সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। শুধুমাত্র নাম পরিবর্তন করে ‘লেখাচুরি’ করেছেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ২৭ প্রকল্পের ১৯টিই কংগ্রেসের।
এ দিন সাংসদ প্রতাপ চন্দ্র সারাঙ্গি বলেন, বিরোধীদের কখনওই মোদী সরকারের প্রশংসা করতে জানেনা।

Advertisement

তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা স্মরণ করিয়ে বলেন, তিনিও ইন্দিরা গান্ধীর কাজের প্রশংসা করতেন। এই পরিপ্রেক্ষিতে অধীরের কটাক্ষ, বিজেপির সাংসদরা মোদী বাবার প্রশংসা করে কাজ সারেন। বিজেপির সাংসদরা মনে করেন মোদী বাবা পার করে গা ।

অধীর বলেন ,আজও প্রতি ছত্রে ছত্রে কংগ্রেসের উন্নয়নের চিহ্ন অটুট। এমনকী মোদী সরকারের কাজের মধ্যেও লুকিয়ে রয়েছে কংগ্রেসের উন্নয়নের চিহ্ন। তা কেউ মুছে ফেলতে পারেনি, কেউ পারবেও না।
এদিন সংসদে দাঁড়িয়ে অধীর মনে করিয়ে দেন, দুর্দিনে কংগ্রেসকে রোগা দেখাতে পারে কিন্তু তার উচ্চতা কমেনি। তিনি কংগ্রেসকে ‘ভারতের পরিচয়’ বলে সম্বোধন করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − 12 =