দেশ 

সব প্রদেশ কমিটি ভেঙে দিল কংগ্রেস ; নতুন করে সভাপতি নির্বাচন হতে চলেছে ; সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল আসন্ন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস দল সব প্রদেশের কমিটি ভেঙে দিল ।  অর্থাৎ প্রদেশ কংগ্রেস কমিটিগুলির আর কোনও সাংগঠনিক কাঠামো থাকল না। আগামী সপ্তাহে ফের বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি)। ওই বৈঠকেই সভাপতি নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। মনে করা হচ্ছে সভাপতি নির্বাচনের কারণেই প্রদেশ কমিটিগুলিকে ভেঙে দেওয়া হল । ইতি মধ্যে কংগ্রেস সভাপতি পদে আর থাকতে চাইছেন রাহুল গান্ধী । লোকসভা ভোটে খারাপ ফলের কারণে ২৫ মে রাহুল গান্ধী পদত্যাগ করেন । তারপর থেকে বহুবার বরা সত্ত্বে রাহুল গান্ধী সভাপতি পদে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন । এমনকি তাঁর উত্তরাধিকারী নির্বাচনে তিনি অংশ নেবেন বলে জানিয়ে দিয়েছেন ।

তার পরও দলের শীর্ষ নেতাদের প্রায় সবাই বহু ভাবে তাঁকে পদে থাকার অনুরোধ-উপরোধ করেছেন। কিন্তু রাহুল গোঁ ধরে রয়েছেন। তিনি পদত্যাগের সিদ্ধান্তে অবিচল। কোনও ভাবেই কংগ্রেস সভাপতির পদে আর ফিরবেন না। এই পরিস্থিতিতে দলও এবার নতুন করে ভাবতে শুরু করেছে। সভাপতির বদলে কাউকে কার্যকরী সভাপতি করে পরিস্থিতি সামাল দেওয়ার কৌশলের প্রসঙ্গও উঠে এসেছে।

Advertisement

এই পরিস্থিতিতে কংগ্রেসের সমস্ত রাজ্য কমিটি সোমবার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকম্যান্ড। সভাপতি নির্বাচন ইস্যুতে আগামী সপ্তাহে ফের বৈঠকে বসছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা। দলীয় সূত্রে খবর, ওই বৈঠকেও ফের এক বার রাহুল গাঁধীকে সভাপতি পদে থাকার জন্য অনুরোধ জানাবেন শীর্ষ নেতৃত্ব। তবে একটি সূত্রে এও বলা হচ্ছে, এটাই হবে শেষ অনুরোধ। এ বারও রাহুল রাজি না হলে নতুন সভাপতি বা কার্যকরী সভাপতি খোঁজার কাজ শুরু করে দেবেন দলের নেতারা।

রাজনৈতিক মহলের দাবি কংগ্রেস দলে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও দলের অন্দরে নুতন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেই প্রদেশ কংগ্রেস কমিটিগুলি ভেঙে দেওয়া হল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − five =