কলকাতা 

জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার জন্য গুজরাটের মোদী সরকার সহ ৯টি রাজ্য সরকার এসমা জারি করেছিল ,আইন থাকলেও তার প্রয়োগ করছি না : মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : দেশের ৯ টি রাজ্য জুনিয়র ডাক্তারদের এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে এসমা জারি করে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করেছিল । এর মধ্যে ওড়িশার বিজেডি সরকার , গুজরাটে মোদী সরকার , জম্মু-কাশ্মীর সরকার থেকে শুরু করে ৯টি রাজ্য সরকার এসমা জারি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ভেঙে দেওয়া হয়েছিল ।

শনিবার নবান্নে এনআরএসে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন । তিনি বলেন আইন আছে , তা আমরা প্রয়োগ করতে পারি । এমনকি সুপ্রিম কোর্টের রায়ও আছে , চিকিৎসকদের আন্দোলন এই পর্যায়ে গেলে রেজিষ্ট্রেশন বাতিল করারও কথা বলা হয়েছে । পরিষেবা বাদ দিয়ে আন্দোলনকে মান্যতা দেওয়া যায় না বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন ।

Advertisement

তবে তিনি এদিন বলেন , আইন থাকলেও তা প্রয়োগ করছি না ; কারণ কারও কেরিয়ারে কালো দাগ লাগুক তা আমরা চায় না ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 5 =