দেশ 

বিজেপি-র বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করার ডাক দিলেন সোনিয়া রাহুল : বিজেপি ঘৃণা, ক্রোধ দিয়ে মোকাবিলার চেষ্টা করবে, ভালবাসা দিয়ে আমরা তার প্রতিরোধ করব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের ১২কোটি ১৩ লক্ষ মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে । তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সোনিয়া গান্ধী বলেন , আমাদেরকে সজাগ থাকতে হবে । মানুষের অভাব অভিযোগের কথা শুনতে হবে । তা সংসদে তুলে ধরতে হবে । ৫২ জন কংগ্রেসের সাংসদ সংসদের ভেতরে এবং বাইরে লড়াই চালাবে । সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে যে লড়াই বিজেপি ও মোদী সরকারের বিরুদ্ধে করেছে তার প্রশংসা  সোনিয়া গান্ধী করেন ।

শনিবার ছিল দলের সংসদীয় কমিটির বৈঠক । এই বৈঠকে সোনিয়া গান্ধীকে পুনরায় কংগ্রেস সংসদীয় কমিটির নেত্রী নির্বাচিত করা হয় । এদিন তাঁর নাম প্রস্তাব করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং । সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর সোনিয়া গান্ধী বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন ।

Advertisement

এদিনের বৈঠকে রাহুল গান্ধী বলেন, দল পরাজিত হলেও, তাদের ৫২ জন সাংসদ রয়েছেন। তারা বিজেপির বিরুদ্ধে প্রতিদিন লড়াই করবেন। দলের পুনরুজ্জীবনের ডাক দিয়েছেন তিনি। সেটা তাঁরা পারবেন বলেও বিশ্বাস  করেন রাহুল। সংসদে দলের নেতা প্রসঙ্গে রাহুল বলেন, এব্যাপারে কোনও পুরনো মুখ হলেই ভাল হয়। অন্যদিকে, দলের সাংসদদের ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। রাহুল বলেছেন, বিজেপি ঘৃণা, ক্রোধ দিয়ে মোকাবিলার চেষ্টা করবে, কিন্তু তার মধ্যে থেকেই লড়াই করতে হবে।

উল্লেখ্য , এবারও কংগ্রেস দল বিরোধী দলের মর্যাদা পাওয়ার মত আসন পায়নি । এছাড়া মল্লিকার্জুন খাড়গে হেরে যাওয়ার কারণে লোকসভা নেতা কে হবেন তা প্রশ্ন উঠেছে । ইতিমধ্যে রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন তিনি লোকসভার নেতা হতে চান না , সুতরাং এই পরিস্থিতিতে লোকসভার নেতা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে শশী থারুর ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − seven =