কলকাতা 

স্বরাষ্ট্র সচিব হলেন আলাপন বন্দ্যোপাধ্যায় ; নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন সৌরভ দাস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অফিসার হওয়ার সুবাদে নির্বাচন কমিশনকে স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছিল৷ নির্বাচন বিধি উঠে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পচ্ছন্দের অফিসাররা যে যার পদে যোগ দিলে অত্রি ভট্টাচার্য সেই পদে আর পেলেন । তাঁর জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার পদে আনা হচ্ছে সৌরভ দাসকে৷ নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে৷

উল্লেখ্য, শেষ দফার ভোটের আগে স্বরাষ্ট্রসচিব পদ থেকে অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন৷ সেই সময় মুখ্যসচিব মলয় দে’র উপর স্বরাষ্ট্রসচিবের কাজ দেখভালের অতিরিক্ত দায়িত্ব বর্তায়৷ ভোট মিটতেই পূর্ণ সময়কালের স্বরাষ্ট্রসচিব পদে আমলা খোঁজার তৎপরতা শুরু হয়৷ দু’এক জনের নাম শোনা গেলেও শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্বে আনা হল৷ এতদিন তিনি শিল্প সচিব ছিলেন৷ তার আগে পরিবহন দফতরের সচিব ছিলেন।

Advertisement

অন্যদিকে ভোট মিটতেই রাজ্য নির্বাচন কমিশনার পদে নতুন মুখ আনা হল৷ এতদিন এই পদে ছিলেন অমরেন্দ্র নাথ সিং৷ ২০১৫ সালের অক্টোবর মাসে অমরেন্দ্রকে রাজ্য নির্বাচন কমিশনার পদে আনা হয়৷ গতবছর পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্বে তিনিই ছিলেন৷ সেই সময় তাঁর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে৷

নিয়ম বলছে, রাজ্য নির্বাচন কমিশনার পদে ছয় বছর থাকা যায়৷ অথবা ৬৫ বছর বয়স অবধি রাজ্য নির্বাচন কমিশনার পদে থাকা যায়৷ অমরেন্দ্র যখন দায়িত্ব নেন তখন তাঁর বয়স ছিল ৬১৷ সূত্রের খবর, এই মে মাসে তাঁর ৬৫ পূরণ হয়৷ তাই এই দায়িত্ব বদল৷

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 3 =