কলকাতা 

কর্মীদের নিরব বিপ্লবেও কাজ হল না , আবার সাত মাসের জন্য বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন; ক্ষোভে ফুঁসছে কর্মচারীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের পোষ্টাল ব্যালটে ৪২টি কেন্দ্রের মধ্যে ৩৯টি কেন্দ্রে বিজেপিকে রাজ্য সরকারি কর্মচারিরা ভোট দিলেও নবান্নের টনক নড়ছে না । আবার ৭ মাসের জন্য বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হল । আজ সোমবার নির্বাচন বিধি উঠে যাওয়ার পর প্রথম দিনেই নবান্নে বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয় । এনিয়ে ৬ বার মেয়াদ বৃদ্ধি করা হল।

১০ বছর অন্তর অন্তর বাজারের সঙ্গে সমতা রেখে সরকারি কর্মীদের বেতনের কাঠামো পুনর্বিন্যাস করা হয় ৷ সেই মতো রাজ্যের সরকারি কর্মচারীদের নয়া বেতনক্রম ঠিক করতে ২০১৫ সালের ২৭ নভেম্বর অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করে রাজ্য ।

Advertisement

তবে বার বার কমিশনের মেয়াদ বাডা়নো হচ্ছে৷ আপাতত পূ্র্বনির্ধারিত এই কমিশনের মেয়াদ রবিবার শেষ হয়েছে৷ কিন্তু কমিশনের কাজ শেষ হয়নি কেন না, এখনও জনমত নেওয়া কাজ চলছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে৷ সেই কাজ শেষ হলে কমিশন রিপোর্ট দেবে সরকারকে ৷

প্রসঙ্গত বার বার এভাবে বেতন কমিশনের মেয়াদ বাড়িয়ে রাজ্য সরকার যেভাবে নতুন বেতন কাঠামো চালু করা ঠেকিয়ে রাখছে তাতে এমনিতেই ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের৷ তাছাড়া রয়েছে ডিএ কম দেওয়া নিয়ে ক্ষোভ ৷

লোকসভা ভোটের ফল খারাপ হতে দেখে অনেকে অবশ্য আশা করেছিলেন এবার হয়তো রাজ্য সরকার সরকারি কর্মীদের নিজেদের অনুকূলে টানতে দ্রুত ষষ্ঠ বেতন কমিশনের ব্যবস্থা করবে৷ কিন্তু দেখা গেল ফের তাদের হতাশ করল রাজ্য সরকার৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + 17 =