দেশ 

রাহুল ও মমতার দাবির পক্ষেই কী সিলমোহর দিলেন নমো ! জোট সরকারের পক্ষে এমন কথা কেন বললেন মোদী ? জানতে চান ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দাবি করছেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন । অথচ শেষ দফার নির্বাচনের আগেই মোদী বার্তা দিল জোট সরকার চালানোর অভিঞ্জতা তাদের আছে । অটলবিহারীর সরকার থেকে শুরু চৌতালা সরকার এবং জম্মু-কাশ্মীরের মুফতি সরকারের উদাহরণকে সামনে এনেছেন নরেন্দ্র দামোদরস মোদী । জাতীয় এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মোদী এই দাবি করেছেন । তিনি বলেছেন এনডিএ বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে । বিজেপিও সংখ্যাগরিষ্ঠতা পাবে ।

আর এই সাক্ষাৎকারকে ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে মোদীর দল কী আর একক গরিষ্ঠতা পাবে না ? বিগত ৫ বছরে ধরে এনডিএ সরকার খাতায় কলমে থাকলেও সেখানে শেষ কথা বলতেন মোদী-অমিত শাহ । হঠাৎ করে কী এমন হল যে জোট সরকারে কথা বলতে  হচ্ছে !

Advertisement

আসলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সত্যি হতে চলেছে । মোদী কিংবা বিজেপি আর একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে না । অন্যদিকে ক্ষমতার কাছাকাছি পৌছে যেতে পারে কংগ্রেস জোট বলে অনেকেই মনে করছে । সেক্ষেত্রে কেন্দ্র সরকার গঠনে আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । সেদিকেই তাকিয়ে কুশলী রাজনীতিবিদ হিসেবে ভোটের শেষ দফায় আঞ্চলিক দলগুলির কাছে বার্তা পাঠালেন মোদী বলে রাজনৈতিক মহল মনে করছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 3 =